ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাংলাদেশের চার শিল্পীর সঙ্গে কলকাতার শুভমিতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
বাংলাদেশের চার শিল্পীর সঙ্গে কলকাতার শুভমিতা

কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দী, সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর এবং কলকাতার শুভমিতা ব্যানার্জির গান নিয়ে তৈরি হলো ‘নক্ষত্রের ফুল’ নামের একটি মিশ্র অ্যালবাম।  

এতে গান রয়েছে মোট ১০টি গান।

এগুলোর সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান। তিনি বলেন, ‘এই অ্যালবাম শ্রোতাদের মনে সত্তর দশকের গানের রেশ ছড়িয়ে দেবে। ’

‘তোমাকে দেব নক্ষত্রের ফুল/জোছনার লাবণ্য সব মেখে/দেবো, সূর্যোদয়ের গান, গোধূলীর অভিমান/দেবো, কল্পনার জলছবি এঁকে’ কথার শিরোনাম গানটি গেয়েছেন সুবীর নন্দী। শিল্পীরা প্রত্যেকে দুটি করে গানে কণ্ঠ দিয়েছেন এতে। সব গান লিখেছেন দর্পণ কবীর, সুর করেছেন এস. এ. শামীম।  

ঈদুল আজহা উপলক্ষে অডিও প্রযোজনা-প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে গানের সিডিটি বের হচ্ছে। এ ছাড়া গানগুলো নিয়ে সাজানো একটি অনুষ্ঠান ঈদের পঞ্চম দিন রাতে এটিএন বাংলায় প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।