ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বেহালাবাদক গাজী রাকায়েত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৬
বেহালাবাদক গাজী রাকায়েত ‘ভায়োলিন’ নাটকে গাজী রাকায়েত

বর্ষীয়ান অভিনেতা গাজী রাকায়েত এখন অভিনয় করেন খুব কম। মনের মতো কাজ না পাওয়াটাই এর অন্যতম কারণ।

তিনি বললেন, ‘অনেক বছর পর তৃপ্ত হওয়ার মতো একটি গল্পে কাজ করলাম। ’ 

গাজী রাকায়েত অভিনীত নতুন নাটকটির নাম ‘ভায়োলিন’। এতে তাকে বেহালাবাদক চরিত্রে দেখা যাবে। গল্পে তিনি একজন বৃদ্ধ লোক। তার বেহালার সুরে ছুটে আসে পাশের বাড়ির তরুণী আইরিন। সে বেহালা বাজানো শেখার বায়না ধরে। মেয়েটি একসময় জানতে পারে তার মা ছিলেন এই বৃদ্ধ মানুষটিরই কন্যা!

এ নাটক প্রসঙ্গে গাজী রাকায়েত বললেন, ‘সবচেয়ে মজা লেগেছে গল্পের বাঁকগুলো। ‘আমি-তুমি’ বলা ভালোবাসার বাইরের গল্প এটি। বাবা আর মেয়ের অদ্ভুত সম্পর্কের গল্প ফুটে উঠেছে এতে। ’

‘ভায়োলিন’ নাটকে আইরিন চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার এ সময়ের অভিনেত্রী সাফা কবির। এ ছাড়াও আছেন শাকিল আহমেদ, নওশাবা, আজাদসহ অনেকে।  

নাটকটি নিয়ে পরিচালক বলেন, ‘সমসাময়িক প্রেম-ভালোবাসার বাইরের গল্প এটি। পুরো গল্পটাই প্রেমের, সেটা হচ্ছে বাবা ও মেয়ের অন্যরকম ভালোবাসার সম্পর্কের। ’ 

নাটকটি লিখেছেন সৈয়দ ইকবাল। সম্প্রতি গাজীপুর, মাওনা, মুন্সিগঞ্জ, সাভার ও ঢাকায় এর চিত্রায়ন হয়। ঈদের দিন রাত ৭টা ৩৫ মিনিটে দেশ টিভিতে প্রচার হবে এটি।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।