ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘লজ্জাবতী লায়লা’ তিশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
‘লজ্জাবতী লায়লা’ তিশা ‘লজ্জাবতী লায়লা’য় নুসরাত ইমরোজ তিশা

খিটখিটে মেজাজের লায়লা রাতারাতি লজ্জাবতী! সকালে ঘুম ভাঙার পর থেকেই স্বামীর সঙ্গেও কথা বলতে গিয়ে লজ্জায় লাল হয়ে যাচ্ছে মেয়েটি। হঠাৎ তার এই অদ্ভুত আচরণে পরিবারের সবাই হতবাক।

সবার ধারণা ছিলো, সে হয়তো দুষ্টুমি করছে। কিন্তু ব্যাপারটা তা নয়। কারণ তার লজ্জাবতী রূপটি ক্রমশ বাড়তে লাগলো।  

‘লজ্জাবতী লায়লা’ নামে সাত পর্বের ধারাবাহিক নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এটি লিখেছেন মাসুম শাহরিয়ার, পরিচালনায় আবু হায়াত মাহমুদ।

নাটকটিতে লায়লার স্বামী সুহাস চরিত্রে অাছেন আজাদ আবুল কালাম। গত ৬ সেপ্টেম্বর দুপুরে তিনি বাংলানিউজকে বলেন, ‘হাস্যরসের মোড়কে এখানে একটি বক্তব্য রয়েছে। সমাজে এমন কিছু মানুষ আছেন, যারা নির্দ্বিধায় নির্লজ্জভাবে কিছু কাজ করে যান, যা সমাজের চোখে অন্যায় ও ক্ষতিকর। সেসব মানুষের ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করে লায়লা। এটাই নাটকটির মূল বিষয়বস্তু। ’

সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকার তিনশ ফুট সড়ক সংলগ্ন এলাকা, দিয়াবাড়ি ও উত্তরার রংধনু শুটিং হাউজে ‘লজ্জাবতী লায়লা’র দৃশ্যধারণ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন রুনা খান, ডা. এজাজ, তানজিকা, শাহেদ আলী, রাশেদ মামুন অপু প্রমুখ। ঈদুল আজহায় দেশ টিভির পর্দায় প্রচার হবে ধারাবাহিক নাটকটি।

এদিকে দীর্ঘ তিন বছর পর একই ঈদে ‘লজ্জাবতী লায়লা’সহ তিশাকে তিনটি ধারাবাহিক নাটকে দেখা যাবে। অন্য দুটি হলো- আজাদ আবুল কালামের রচনা ও আবু রায়হান জুয়েলের পরিচালনায় ‘বিউটি বোট’ (এনটিভি) ও মাসুদ সেজানের ‘মানি ইজ প্রোবলেম’ (আরটিভি)।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।