ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

স্বামীর সন্দেহের কারণে স্ত্রীর অন্তর জ্বালা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
স্বামীর সন্দেহের কারণে স্ত্রীর অন্তর জ্বালা ‘সন্দেহে মনদাহ’ নাটকের শিল্পী দীপা খন্দকার, মীর সাব্বির ও পূর্ণিমা

সদ্য বিবাহিত দম্পতি সোমা ও মিলন। সোমার স্বামী মিলন অত্যন্ত খুঁতখুঁতে এবং সন্দেহ বাতিকগ্রস্ত মানুষ।

সে সবকিছুতেই সোমাকে সন্দেহ করে। তাদের দাম্পত্য কলহে জড়িয়ে পড়ে পরিবারের অন্যরা। স্বামীর এই সন্দেহের কারণে বাড়ে স্ত্রীর অন্তর জ্বালা। এ নিয়ে সংসারে ঘটতে থাকে নানান ঘটনা। এসব ঘটনা নিয়েই গড়ে উঠেছে ‘সন্দেহে মনদাহ’র গল্প।  

নাটকটিতে সোমা চরিত্রে চিত্রনায়িকা পূর্ণিমা এবং মিলনের ভূমিকায় অভিনয় করেছেন মীর সাব্বির। এ ছাড়াও আছেন দীপা খন্দকার, স্বাগতা, সাবেরী আলম, আব্দুল কাদের, সুজাত শিমুল, আল মামুন, সুভাশিষ ভৌমিক, সাজ্জাদ সাজু, নজরুল ইসলাম ও অনেকে।

দেড় যুগ ধরে বছরে দুই ঈদে দুটি নাটক পরিচালনা করে আসছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। সেই ধারাবাহিকতায় তার এবারের নাটক ‘সন্দেহে মনদাহ’। তিনিই এটি লিখেছেন। ঢাকায় ফাগুন অডিও ভিশনের শুটিং স্পটে নাটকটির চিত্রায়ন হয়েছে।

এ নাটকের সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন রবি চৌধুরী। গানটির কথা লিখেছেন কবির বকুল, সংগীতায়োজনে বিনোদ রায়। আবহসংগীত পরিচালনায় ফরিদ আহমেদ। এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে ‘সন্দেহে মনদাহ’।  

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৬
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।