ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রফিকুল আলম ও আবিদা সুলতানার ‘ভালোবাসা গানে গানে’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
রফিকুল আলম ও আবিদা সুলতানার ‘ভালোবাসা গানে গানে’  রফিকুল আলম ও আবিদা সুলতানা

সংগীত দম্পতি রফিকুল আলম ও আবিদা সুলতানার গান-গল্প নিয়ে সাজানো হলো ঈদ অনুষ্ঠান ‘ভালোবাসা গানে গানে’। এখানে তারা একক ও দ্বৈত মিলিয়ে ছয়টি গান গেয়েছেন।

গল্পও করেছেন।  

গত ৮ সেপ্টেম্বর রাতে বিটিভির থিয়েটার স্টুডিওতে অনুষ্ঠানটির চিত্রায়ন হয়েছে। এর গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন কবির বকুল। বিটিভিতে ঈদের পঞ্চম দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে ‘ভালোবাসা গানে গানে’।  

রফিকুল আলম একক কণ্ঠে গেয়ে শুনিয়েছেন জহির রায়হান ও নুরুজ্জামান শেখের কথা এবং মোঃ শাহনেওয়াজের সুরে ‘আশা ছিলো আমার মনে’, এসএম হেদায়েতের কথা ও লাকী আখন্দের সুরে ‘তোমাকে যেন ভুলে না যাই’।  

আবিদা সুলতানা গেয়েছেন মাসুদ করিমের কথা ও সুবল দাসের সুরে ‘এ কি বাঁধনে বলো জড়ালে আমায়’ ও কবির বকুলের কথা ও শওকত আলি ইমনের সুরে ‘মনটা আমার ঘড়ির কাঁটা’।  

দ্বৈত কণ্ঠে দু'জনে পরিবেশন করেন অশ্রুর কথা ও শওকত আলি ইমনের সুরে ‘শুধু তোমায় ভালোবেসে’ এবং গাজী মাজহারুল আনোয়ারে কথা ও সত্য সাহার সুরে ‘এক নদীরই উজান ভাটি আমরা দুটি ধারা’।  

* ‘ভালোবাসা গানে গানে’ অনুষ্ঠানের প্রোমো দেখতে ক্লিক করুন : 

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।