ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

বিনোদন

সুমনা হকের ‘মায়াবী এই রাতে’ নতুন করে (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, সেপ্টেম্বর ১৫, ২০১৬
সুমনা হকের ‘মায়াবী এই রাতে’ নতুন করে (ভিডিও) সুমনা হক

গুণী শিল্পী সুমনা হক দীর্ঘদিন ধরে নতুন গান প্রকাশ করছেন না। প্রায় তিন যুগের সংগীতজীবনে তার একক অ্যালবাম মাত্র তিনটি।

১৯৮৮ সালে প্রকাশিত সুমনার প্রথম এককের শিরোনাম গানটি (মায়াবী এই রাত) এখনও বেশ জনপ্রিয়। ঈদ উপলক্ষে নিভৃতচারী এই শিল্পী নতুন করে গেয়েছেন এটি।   

এবারের ঈদে দর্শকের দৃষ্টি কেড়েছে তানভীর খানের পরিকল্পনা ও প্রযোজনায় জনপ্রিয় শিল্পীদের নিয়ে ফিউশনধর্মী গানের অনু্ষ্ঠান ‘পাওয়ার লাউঞ্জ’। চ্যানেল নাইনের এই আয়োজনটিতে আছেন পার্থ বড়ুয়া, বারী সিদ্দিকী, শফি মণ্ডল, আসিফ আকবর, মেহের আফরোজ শাওন, ন্যানসি, তাহসান, বেলাল খান, সাব্বির, মিনারসহ ২৩জন শিল্পী ও ব্যান্ড। এখানেই অংশ নিয়েছেন সুমনা হক। তার পরিবেশনায় ‘মায়াবী এই রাতে’ গানটি এখন ইউটিউবে উপভোগ করা যাচ্ছে। সুমনার মা কবি খালেদা এদিব চৌধুরীর সঙ্গে গানটি যৌথভাবে লিখেছিলেন আহমেদ ইউসুফ সাবের আর সংগীতায়োজন ফোয়াদ নাসের বাবুর।  

১৯৮৬ সালে বাবুর হাত ধরে জিঙ্গেলের ভুবনে প্রবেশ করেন সুমনা। দু’ হাজারের বেশি জিঙ্গেলে ব্যবহৃত হয়েছে সুমনার কণ্ঠ। এ কারণেই ‘জিঙ্গেল সম্রাজ্ঞী’ বলা হয় তাকে। সুমনার চারটি অ্যালবাম হলো- ‘মায়াবী এই রাতে’ (১৯৮৮), ‘মাঝে কিছু বছর গেলো’ (২০০০), ‘তুমি রবে নীরবে’ (২০০৮) ও ‘কিছু স্মৃতি কিছু বেদনা’ (২০১৫)।  

চিত্রশিল্পী হিসেবেও খ্যাতি পেয়েছেন সুমনা হক। কয়েকটি একক চিত্র প্রদর্শনী করেছেন তিনি। গানের রেওয়াজ আর ছবি আঁকা নিয়েই কাটছে সুমনা হকের দিনগুলো।  

* ‘মায়াবী এই রাতে’-এর ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬ 
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।