ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লোক হাসাবেন চ্যাপলিন নিশো!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
লোক হাসাবেন চ্যাপলিন নিশো! ‘আর্টিস্ট মজনু খাঁ’ নাটকের দৃশ্যে আফরান নিশো ও শরিফুল

হতদরিদ্র মজনুর একমাত্র পেশা বিয়েবাড়ি, জন্মদিন বা এ ধরনের অনুষ্ঠানে গিয়ে লোক হাসানো। সে চার্লি চ্যাপলিনের অন্ধভক্ত।

চ্যাপলিনের মতো পোশাক পরে কৌতুক পরিবেশন করে চলে।

এদিকে মজনুর স্ত্রী নেই। সামান্য রোজগার দিয়ে একমাত্র সন্তান রাতুলকে  নিয়ে দু’বেলা ঠিকমতো খেতে পায় না সে। এরপরও বাপ-বেটার প্রাণচাঞ্চল্যের কমতি নেই। একদিন মজনুর পরিচয় হয় এনজিওকর্মী নিতুর সঙ্গে। সুন্দরী এই তরুণী মুগ্ধ হয় বাবা-ছেলের জীবনের রসায়নের গল্প শুনে। মজনুর জীবনে নতুন প্রাণসঞ্চার করে নিতু। মজনুকে টেলিভিশন অনুষ্ঠানে সুযোগ পাইয়ে দেয় মেয়েটি।

কিন্তু মজনুর একমাত্র বুকের ধন রাতুলের লিভার সিরোসিস ধরা পড়ে। প্রায় ৪০ লাখ টাকা লাগবে চিকিৎসার জন্য। পদ্মনাভ দাশগুপ্তের ‘চ্যাপলিন’ গল্প অবলম্বনে নির্মিত ‘আর্টিস্ট মজনু খাঁ’ নাটকে দেখা যাবে এই কাহিনি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা আফরান নিশো।

অন্যান্য চরিত্রে আছেণ শারলিন ফারজানা, কায়েস চৌধুরী, বাসার বাপ্পি, শরিফুল প্রমুখ। আসাদুজ্জামান সোহাগের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান জনি। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে দেখা যাবে নাটকটি।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬

এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।