ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় পাঁচ দিনের কোরিয়ান চলচ্চিত্র উৎসব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
ঢাকায় পাঁচ দিনের কোরিয়ান চলচ্চিত্র উৎসব

ঢাকাস্থ দক্ষিণ কোরিয়া দূতাবাস আয়োজন করেছে পাঁচ দিনের কোরিয়ান চলচ্চিত্র উৎসব। শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আগামী ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এটি।

 

১ অক্টোবর বিকেল ৩টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন দূতাবাসটির সাংস্কৃতিক শুভেচ্ছাদূত অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।  

দূতাবাস থেকে জানানো হয়েছে, উৎসবে কোরিয়ান চারটি ছবির প্রদর্শনী হবে। আয়োজকদের বিশ্বাস, এ উৎসব বাংলাদেশি দর্শকদের কাছে চলচ্চিত্রের সার্বজনীন বিশ্বে কোরিয়ানদের অনন্য কাজ উপভোগের দারুণ সুযোগ হবে।  

উদ্বোধনের পর থাকছে ‘নো ব্রেদিং’ (২০১৩)। এদিন সন্ধ্যা ৬টায় দেখানো হবে ‘অ্যা হার্ড ডে’ (২০১৪)। ২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ‘বর্ন টু সিং’ (২০১৩), বিকেল ৩টায় ‘মাই লাভ অ্যান্ড মাই ব্রাইড’ (২০১৪) ও সন্ধ্যা ৬টায় রয়েছে ‘নো ব্রেদিং’।

প্রথম দুই দিনের ছবিগুলোই পরের তিন দিন ঘুরেফিরে দেখানো হবে। ৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ‘অ্যা হার্ড ডে’, বিকেল ৩টায় ‘বর্ন টু সিং’ ও সন্ধ্যা ৬টায় রয়েছে ‘মাই লাভ অ্যান্ড মাই ব্রাইড’।  

আগামী ৪ অক্টোবর সকাল সাড়ে ১০টায় ‘নো ব্রেদিং’, বিকেল ৩টায় ‘অ্যা হার্ড ডে’ ও সন্ধ্যা ৬টায় থাকছে ‘বর্ন টু সিং’। সমাপনী দিনে (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ‘মাই লাভ অ্যান্ড মাই ব্রাইড’, বিকেল ৩টায় ‘নো ব্রেদিং’ ও সন্ধ্যা ৬টায় রয়েছে ‘অ্যা হার্ড ডে’। প্রতিটি প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।  

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।