ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সংস্কৃতি মন্ত্রীকে হামিদুজ্জামানের আঁকা লালনের ছবি উপহার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
সংস্কৃতি মন্ত্রীকে হামিদুজ্জামানের আঁকা লালনের ছবি উপহার

পদ্মহেম ধাম লালন সাঁই বটতলা সাধুসঙ্গের আখড়া বাড়ির জন্য একটি একতারা ফটকের ভাস্কর্য তৈরি করেছেন ভাস্কর ও শিল্পী হামিদুজ্জামান খান। একই সঙ্গে তিনি এই সাধুসঙ্গের জন্য লালন সাঁইয়ের একটি চিত্রকর্ম এঁকেছেন।

এটি শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে লালন শাহ বটতলা সাধুসঙ্গের পক্ষ থেকে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে উপহার হিসেবে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন শিল্পী হামিদুজ্জামান খান, পদ্মহেম ধামের প্রতিষ্ঠাতা সভাপতি কবির হোসেন, প্রচার সম্পাদক গোলাম রাব্বানীসহ অনেকে। মন্ত্রী আসন্ন সাধুসঙ্গের খোঁজখবর নেন। মুন্সিগঞ্জের সিরাজদিখানের দোসর পাড়ায় অায়োজিত সাধুসঙ্গের আগামী আসরে প্রধান অতিথি হিসেবে তিনি থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। পাশাপাশি একতারার ভাস্কর্যটি নির্মাণে সহযোগিতা করবেন বলেও প্রতিশ্রুতি দেন।

পদ্মহেম ধামের সাধুসঙ্গ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ও ১৫ নভেম্বর। এখানে দুই বাংলার সাধুগুরুরা লালনসংগীত ও লালনের বাণী পরিবেশন করবেন। বাংলাদেশের লালন শিল্পীদের মধ্যে থাকবেন দরবেশ নহীর শাহ, রাজ্জাক বাউল, রিংকু, বাউল তকবির হোসেন, বজলু শাহ, বুড়ি ফকিরানী, সমীর বাউল, আরিফ বাউল, গোলাপী ফকিরানী প্রমুখ।

আয়োজকরা জানান, ১৪ নভেম্বর বিকেল ৩টায় শুরু হবে সাধুসঙ্গ। পরদিন রাত আটটায় শুরু হবে লালনসংগীতের মূল আসর। চলবে ১৬ নভেম্বর ভোর পর্যন্ত।

সাধুসঙ্গের প্রতিষ্ঠাতা সভাপতি কবির হোসেন জানান, ‘লালনের গান ও বাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এ আয়োজন। অন্য বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবেই সাধুসঙ্গ পালন করতে পারবো আশা আছে। ’

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।