ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জাতীয় নাট্যোৎসবে লোকনাট্যদলের ‘বৈকুণ্ঠের খাতা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
জাতীয় নাট্যোৎসবে লোকনাট্যদলের ‘বৈকুণ্ঠের খাতা’ দৃশ্য : ‘বৈকুণ্ঠের খাতা’

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গত ২৪ সেপ্টেম্বর শুরু হওয়া জাতীয় নাট্যোৎসব চলবে ১১ অক্টোবর পর্যন্ত। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার’ শীর্ষক এই নাট্যোৎসবে থাকছে লোক নাট্যদলের (বনানী) প্রযোজনা রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৈকুণ্ঠের খাতা’।

আগামী ৬ অক্টোবর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে নাটকটির প্রদর্শনী হবে। এর পোশাক পরিকল্পনা করেছেন ও নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। তিনি জানান, বিশ্বকবির সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় লোক নাট্যদল (বনানী) নাটকটি মঞ্চে আনে ২০১১ সালে।

চাটুকারিতা ও তোষামোদির মাধ্যমে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ও আকাঙ্ক্ষাকে চরিতার্থ করার যে প্রবণতা সমাজে রয়েছে, সেটারই সরল ব্যাঙ্গাত্মক কাহিনী ‘বৈকুণ্ঠের খাতা’ নাটকে বর্ণনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। নাটকটির মঞ্চ পরিকল্পনায় জাহিদুর রহমান পিপলু, আবহ সংগীতে মুজাহিদুল হক লেনিন, আলোক পরিকল্পনা আছেন জি এম সিরাজুল হোসেন।

‘বৈকুণ্ঠের খাতা’য় অভিনয় করছেন জাহিদুর রহমান পিপলু, আবদুল্লাহ আল হারুন, কামরুন নূর চৌধুরী, আনোয়ার কায়সার, তানজিনা রহমান, জাহিদ চৌধুরী, বাসুদেব হালদার, সুধাংশু নাথ, নাদিত নূর চৌধুরী জাদু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।