ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘তিন কন্যা’র সঙ্গে দেখা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৬
‘তিন কন্যা’র সঙ্গে দেখা! (বাঁ থেকে) ববিতা, সুচন্দা ও চম্পা, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এক পুলিশ কর্মকর্তার তিন কন্যা। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ মালামাল জব্দ করার সময় সন্ত্রাসীদের হাতে মারা যান তিনি।

তিন কন্যা হারিয়ে যায় তিন দিকে। তাদের একজন সাংবাদিকের সংসারে, অন্যজন এতিমখানায় এবং আরেক বোন বেড়ে ওঠেন পুলিশ কর্মকর্তার কাছে।

১৯৮৫ সালের ২০ নভেম্বর মুক্তিপ্রাপ্ত ‘তিন কন্যা’ ছবিতে দেখা গেছে এই গল্প। এই তিন কন্যার চরিত্রে অভিনয় করেন বাস্তবের তিন বোন সুচন্দা, ববিতা ও চম্পা। শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার হোটেল ওয়েস্টিনে তিন বোনকে একসঙ্গে দেখে মনে পড়ে গেলো সেই কথা।

এখানে নিউইয়র্কভিত্তিক ফ্যাশন ডিজাইনার সাব্বির শওকতের এস ফ্যাশন হাউজ উদ্বোধন করেন সুচন্দা। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট উদ্বোধন করেন ববিতা। এরপর ফ্যাশন শোতে শোস্টপার ছিলেন চম্পা।

পারিবারিক অনুষ্ঠান ছাড়া একই আয়োজনে তিন বোনকে সচরাচর পাওয়া যায় না। একসময় তাদের ফ্যাশন ডিজাইনার ছিলেন সাব্বির শওকত। তাই তার ডাকে সাড়া না দিয়ে পারেননি বলে জানালেন দেশের এই তিন চলচ্চিত্র অভিনেত্রী।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।