ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মহিলা সমিতি মঞ্চে ‘লেইমা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৬
মহিলা সমিতি মঞ্চে ‘লেইমা’ দৃশ্য : ‘লেইমা’

এক বন্ধ্যা নারীর মনস্তাত্ত্বিক সংকটের গল্প সাজানো হয়েছে মণিপুরি থিয়েটারের নাট্য প্রযোজনা ‘লেইমা’। রাজধানীর নাটক সরণি বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে শুক্রবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় এর প্রদর্শনী হবে জাতীয় নাট্যোৎসবে।

ফেদেরিকো গারসিয়া লোরকার ‘ইয়ের্মা’ অবলম্বনে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষায় নাটকটি ভাষান্তর করেছেন ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। মণিপুরি থিয়েটারের এই সভাপতি জানান, ২০১৫ সালের ১০ এপ্রিল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের নটমন্ডপে দর্শনীর বিনিময়ে ‘লেইমা’র উদ্বোধনী প্রদর্শনী হয়। এরপর ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটিতে নাটকটির মঞ্চায়ন হয়েছে। তবে এবারই প্রথম এটি উপভোগ করা যাবে মহিলা সমিতি মঞ্চে।

মণিপুরি নাট্য আঙ্গিক ও পাশ্চাত্য অভিনয় রীতির রসায়নে সাজানো দেড় ঘণ্টার সময়ব্যাপ্তির এ নাটকের গল্পে দেখা যায়, একটি সন্তানের জন্য লেইমা মানসিকভাবে বিপর্যস্ত। কিন্তু স্বামী জয় এ বিষয়ে একেবারে উদাসীন। সে নিজের আর্থিক অবস্থার উত্তরণের ইচ্ছাও হারিয়ে বসে। দিন-রাত বাইরে খাটে।

এদিকে লেইমার পুরনো প্রেমিক ব্রজ প্রেরণা দেয় জীবনের। একদিন ত্রিমুখী সংকট দেখা দিলে ব্রজ চলে যায় অন্য এলাকায়। বন্ধ্যাত্বের যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া লেইমা একদিন মাতৃত্বের দায় থেকে মুক্তি পেতে জয়কে হত্যা করে। এতে লেইমার ভূমিকায় অভিনয় করছেন জ্যোতি সিনহা।

অন্যান্য চরিত্রে অাছেন সুরজিৎ সিংহ, বিধান সিংহ, সুশান্ত সিংহ, স্মৃতি সিনহা, শ্যামলী সিনহা, সুজলা সিনহা, শ্রাবণী সিনহা, অরুণা সিনহা, উজ্জ্বল সিংহ, দীপু সিংহ, সমরজিৎ সিংহ, অনিমেষ সিংহ। সংগীতে শর্মিলা সিনহা।

বাংলাদেশ সময় : ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।