ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অস্কারের বিদেশি ভাষার ছবির বিভাগে ৮৫ দেশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
অস্কারের বিদেশি ভাষার ছবির বিভাগে ৮৫ দেশ

৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে জমা পড়েছে বিশ্বের ৮৫টি দেশের ছবি। অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এ ঘোষণা দিয়েছে।

২০১৭ সালের অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’। ভারত থেকে পাঠানো হয়েছে তামিল ছবি ‘ভিসারানাই’ (ইন্টারোগেশন)। এ ছাড়া প্রথমবার অস্কারে ছবি পাঠিয়েছে ইয়েমেন।

গত মে মাসে কান চলচ্চিত্র উৎসবের বিভিন্ন বিভাগে স্থান পাওয়া বেশকিছু ছবি আছে জমা পড়া তালিকায়। এর মধ্যে ইরানের আসগর ফারহাদি পরিচালিত ‘অ্যা সেলসম্যান’ পুরস্কার জিতলে চমকের কিছু হবে না।

কানে প্রদর্শিত ছবির মধ্যে অস্কারের বিদেশি ভাষার বিভাগে আরও আছে কানাডার হাভিয়ার দোলানের ‘ইটস অনলি দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড’, চিলির ‘নেরুদা’, কলম্বিয়ার ‘অ্যালিয়াস মারিয়া’, মিসরের ‘ক্ল্যাশ’, ফ্রান্সের পল ভারহোভেনের ‘এল’, জার্মানির ‘টনি আর্ডম্যান’, ফিলিপাইনের ‘মা রোসা’, রোমানিয়ার ‘সিয়েরানেভাদা’, স্পেনের পেড্রো আলমোদোভারের ‘জুলিয়েটা’।

এবার বিদেশি ভাষার ছবির বিভাগের ৬০ বছর পূর্তি হবে। এটি চালু করা হয় ১৯৫৬ সালে ২৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে। এ উপলক্ষে নিজেদের সংগ্রহশালা থেকে আগের ৫৯টি আসরের বিজয়ীদের ছবির গ্যালারি ও অনুভূতি ব্যক্ত করার ভিডিও সাজিয়েছে অস্কার কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে অস্কারের জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি হবে ২৬ ফেব্রুয়ারি। এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে এটি সরাসরি দেখা যাবে।  

আরও পড়ুন>>>
* অস্কারে বিদেশি ভাষার ছবি জমাদানের সময়সীমা

* অস্কারে যাচ্ছে ‘অজ্ঞাতনামা’

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।