ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বব ডিলানের একডজন ধ্রুপদী গান (ভিডিও)

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
বব ডিলানের একডজন ধ্রুপদী গান (ভিডিও) বব ডিলান

আমেরিকান মহান গানের ঐতিহ্যে নতুন কাব্যিক অভিব্যক্তি সৃষ্টির জন্য চলতি বছর নোবেল পুরস্কার পেয়েছেন দেশটির বিখ্যাত গায়ক-গীতিকার বব ডিলান। তিনি বাংলাদেশের বন্ধু।

১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ সংগীত পরিবেশন করেন বব ডিলান। নোবেল জয় উদযাপনের অংশ হিসেবে চলুন তার ধ্রুপদী কিছু গান শুনি।


* ব্লোইন ইন দ্য উইন্ড, ১৯৬৩


* অ্যা হার্ড রেইন’স অ্যা-গনা ফল, ১৯৬৩


* দ্য টাইমস দে আর অ্যা-চেঞ্জিন, ১৯৬৪


* ইট’স অলরাইট মা (আই’ম অনলি ব্লিডিং), ১৯৬৫


* সাবটেরানিয়ান হোমসিক ব্লুজ, ১৯৬৫


* লাইক অ্যা রোলিং স্টোন, ১৯৬৫


* লে লেডি লে, ১৯৬৯


* নকিন অন হ্যাভেন’স ডোর, ১৯৭৩


* শেল্টার ফ্রম দ্য স্টর্ম, ১৯৭৪


* সারা, ১৯৭৫


* হারিকেন, ১৯৭৫


* ব্লাইন্ড উইলি ম্যাকটেল, ১৯৮৩

আরও পড়ুন>>>
* ডিলান নোবেল পাওয়ায় প্রমাণিত হলো সংগীতও সাহিত্য
* সাহিত্যে নোবেল পেলেন বব ডিলান

বাংলাদেশ সময় : ২০২৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।