ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আমি সব বিষয়ে গোছানো : টয়া

জান্নাতুল মাওয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
আমি সব বিষয়ে গোছানো : টয়া টয়া-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছোটপর্দার এ সময়ের মডেল-অভিনেত্রীদের মধ্যে মুমতাহিনা টয়া বেশ আলোচিত। মমতাজের ‘লোকাল বাস’ মিউজিক ভিডিওতে তার নাচ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

এদিকে টয়া অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘ছন্নছাড়া’ শুরু হচ্ছে মঙ্গলবার (১৮ অক্টোবর)। বাংলাভিশনে এটি প্রচার হবে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টা ১৫ মিনিটে। মাসুম রেজার রচনা ও রাজিবুল ইসলাম রাজিবের পরিচালনায় এতে ব্যান্ডসংগীত শিল্পীর ভূমিকায় দেখা যাবে টয়াকে। বাংলানিউজের সঙ্গে কথা বলেছেন তিনি।

বাংলানিউজ: আপনি কি মেয়ে হিসেবে ‘ছন্নছাড়া’?
টয়া:
না। একেবারেই ছন্নছাড়াভাবে থাকতে পছন্দ করি না। নিজের ঘর থেকে শুরু করে সব বিষয়ে আমি গোছানো। ‘সুপার গার্লস’ নাটকের টয়া ও বাস্তবের টয়া একইরকম।

বাংলানিউজ: ‘সুপার গার্লস’ নাটকের কী খবর?
টয়া:
ইতিমধ্যে ২৩টি গল্প হয়েছে। আর পাঁচদিন শুটিং করলেই শেষ হয়ে যাবে। এরপর দেশের বাইরে গিয়ে শুটিং করার কথা রয়েছে। সেখানে নতুন কয়েকটি গল্পের কাজ হবে। এটি প্রচার হচ্ছে জিটিভিতে। এখানে আমার সহশিল্পী সাফা কবির, নাদিয়া আফরিন মিম, কেয়া রহমান ও অন্বেষা।

বাংলানিউজ: ‘ছন্নছাড়া’য় আপনার চরিত্রটি কেমন?
টয়া:
এখানে আমার নাম জেরিন। আমরা পাঁচ বন্ধু মিলে একটি ব্যান্ড গড়তে চেষ্টা করি। কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে হয়ে ওঠে না। এই পাঁচ বন্ধুর চরিত্রে আছেন তৌসিফ, নাদিয়া আফরিন মিম, রজত। ধরতে গেলে নাটকটির সব চরিত্রই সামাজিক কিংবা মানসিকভাবে ছন্নছাড়া।

বাংলানিউজ: চরিত্রের প্রয়োজনে গাইতে হয়েছে?
টয়া:
গেয়েছি তো বটেই। কিন্তু বেসুরো গলায়। আমার গলায় সুর নেই। তাই সবার সঙ্গে ধীরে ধীরে গাইতাম। গিটারেও টুংটাং করেছি। বেশকিছু দৃশ্যে আমাদেরকে গাইতে দেখা যাবে। তৌসিফ ও রজতদের আগে একটি ব্যান্ড ছিলো। সেই সুবাদে ওরা দুজন গিটারও বাজাতে পারে, আবার ভালো গাইতেও পারে। ‘ছন্নছাড়া’র কাজ হয়েছিলো প্রায় ছয় মাস আগে। আমরা পাঁচজন খুবই মজা করেছি সেটে। শুটিংয়ের ফাঁকে আড্ডা দিয়েছি।

বাংলানিউজ: ‘লোকাল বাস’ মিউজিক ভিডিও নিয়ে নিশ্চয়ই দারুণ সাড়া পাচ্ছেন?
টয়া:
হ্যাঁ, এখনও প্রচুর সাড়া পাচ্ছি। এরই মধ্যে এটি দেখা হয়েছে প্রায় ৩০ লাখ বার। কখনও ভাবিনি প্রথম মিউজিক ভিডিও হিসেবে এতোটা সাড়া পাবো। অনেকেই ফোন করে প্রশংসা করেছেন। এ ছাড়া ঢাকার বাইরে গিয়েও অনেকের মুখে ‘লোকাল বাস’-এর কথা শুনেছি। এটা সত্যিই অভূতপূর্ব। ধন্যবাদ এ ভিডিওর নির্দেশক তানিম রহমান অংশুকে। মমতাজ আপার সুবাদেও গানটি এতো জনপ্রিয় হয়েছে।

বাংলানিউজ: সবশেষ বাসে চড়েছেন কবে?
টয়া:
(হাসি) সত্যিই বলতে শোবিজে আসার পর থেকে কখনও বাসে ওঠা হয়নি। তার আগে বাসে উঠে আমরা পরিবারের সবাই রাঙামাটিতে বেড়াতে গিয়েছিলাম।  

বাংলানিউজ: পরের ভিডিও কোনটা হতে পারে?
টয়া:
এখনও জানি না। হঠাৎ যেভাবে ‘লোকাল বাস’ করা হয়েছিলো, সেভাবেই নতুন কোনো মিউজিক ভিডিওতে হয়তোবা আমাকে দর্শকরা দেখবে। তবে আপাতত মিউজিক ভিডিওতে কাজ করার ইচ্ছা নেই।

আরও পড়ুন>>>
* মমতাজের লোকাল বাসে টয়া!

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।