ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নদী নিয়ে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
নদী নিয়ে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’

নদীমাতৃক বাংলাদেশের অনেক নদীই এখন মৃতপ্রায়। প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ুর পরিবর্তন, নদীতে পলিপড়াসহ নানা কারণে অনেক নদী বিলীন হয়ে যাচ্ছে।

এই মাতৃগর্ভা নদীগুলোর নব্যতা ফিরিয়ে আনতে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছেন।

‘সেডিমেন্ট ট্রান্সফোর্ট চ্যানেল’ নামের এমন একটি গবেষণার বিভিন্ন দিক দিয়ে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’র এবারের পর্ব সাজিয়েছে বিটিভি। এতে নদীর গতিপথের পরিবর্তন, পলিপড়া ও সুইসগেট ব্যবহারে নদীও ওপর কী প্রভাব পড়ে তা দেখানো হয়েছে।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মনোজ সেনগুপ্ত। এর চিত্রায়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। শিগগির বিটিভির চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচার হবে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’।

অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী। বুধবার (১৯ অক্টোবর) দুপুরে তিনি বাংলানিউজকে জানান, পরের পর্ব সাজানো হবে বৃষ্টির পানি সংরক্ষণ পদ্ধতি নিয়ে।  

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।