ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সাইমনের নতুন ছবি ‘ইফতেখার’

জান্নাতুল মাওয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
সাইমনের নতুন ছবি ‘ইফতেখার’ সাইমন সাদিক, ছবি: নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ক’দিন আগে (১৪ অক্টোবর) সারাদেশে মুক্তি পেয়েছে ‘চোখের দেখা’, এর মধ্যে নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন সাইমন সাদিক। এর নাম ‘ইফতেখার’।

বাংলানিউজের সঙ্গে নতুন ছবিগুলো ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন ‘পোড়ামন’ তারকা সাইমন।

বাংলানিউজ: ‘ইফতেখার’ নিয়ে বলুন।
সাইমন:
মাত্রই ছবিটিতে চুক্তিবদ্ধ হলাম। এটি পরিচালনা করবেন মোস্তাফিজুর রহমান মানিক। এতে আমার সহশিল্পী পিয়া বিপাশা। আমরা একই পরিচালকের ‘এতো প্রেম এতো মায়া’ নামের একটি ছবিতেও কাজ করেছি। ‘ইফতেখার’ প্রযোজনা করবেন এসএম সেলিম ভূঁইয়া।

বাংলানিউজ: ‘চোখের দেখা’ আপনার মুক্তিপ্রাপ্ত ১৫তম ছবি। এখানে দর্শক আপনাকে কেমন চরিত্রে দেখছে?
সাইমন:
এ ছবিতে আমার চরিত্রের নাম সাদমান। ছেলেটি ক্রিকেটপ্রেমী। তার জীবনের একটাই স্বপ্ন- জাতীয় দলের হয়ে দেশ-বিদেশে খেলবে। সে নিজেকে একজন দক্ষ ক্রিকেটার হিসেবে তৈরির জন্য অনুশীলন করে। একসময় তার পরিচয় হয় রোজের সঙ্গে। সে নাচের প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নৃত্যশিল্পী হওয়ার চেষ্টা করে।

কিন্তু হঠাৎ মেয়েটি অন্ধ হয়ে যায়। সাদমান চেষ্টা করে রোজের চোখের আলো ফিরিয়ে আনতে। ঘটনাক্রমে একটি বক্সিং প্রতিযোগিতায় বাজিতে গ্যাংস্টারদের পক্ষে খেলে জয়ী হওয়ার পরে তাদের দলে ভিড়ে যায় ছেলেটি। কিন্তু তার বড় ভাই সবসময় তাকে গ্যাংস্টারদের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করে। কারণ বড় ভাই একজন নামকরা গ্যাংস্টার।

বাংলানিউজ: ক্রিকেট খেলার অভ্যাস ছিলো?
সাইমন:
ছোটবেলা থেকেই ক্রিকেট খেলেছি। তাই চরিত্রটির জন্য বাড়তি কোনো প্রস্তুতি নিতে হয়নি। তবে অনেক বছর পর এ ছবির প্রয়োজনে ক্রিকেট খেলেছি। তবে বক্সিং অনুশীলন করতে হয়েছে।

বাংলানিউজ: ছবিটিতে আপনি জুটি বেঁধেছেন অহনার সঙ্গে। তাকে কেমন মনে হলো?
সাইমন:
অহনা খুবই ভালো অভিনয়শিল্পী। আর ভালো অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করার মজাই আলাদা। কাজের ক্ষেত্রে আমাদের বোঝাপড়া ভালোই ছিলো। মানিকগঞ্জের সরকারি কোয়ার্টারের বিভিন্ন স্থানে ছবিটির চিত্রায়ন হয়েছে। এ ছাড়া গানগুলোর কাজ করেছি রাঙামাটি ও বান্দরবানের মনোরম পরিবেশে।

বাংলানিউজ: এ ছবির কোন গানটি আপনার বেশি পছন্দের?
সাইমন:
‘চোখের দেখা’র পাঁচটি গানের মধ্যে ‘তোকে চাই’ আমার খুব পছন্দের। তাই এটি আমার মোবাইলের ওয়েলকাম টিউনেও ব্যবহার করেছি। গানগুলো নিয়ে ভালো সাড়া পেয়েছি। তাই ছবিটি নিয়ে আশাবাদী ছিলাম। প্রচারণার ক্ষেত্রেও অনেক খেটেছি।

বাংলানিউজ: ছবিটির কাজ তো অনেক আগে করেছিলেন?
সাইমন:
পিএ কাজল পরিচালিত ছবিটির দৃশ্যায়ন শুরু হয়েছিলো প্রায় তিন বছর আগে। গল্পটার প্রতি আমার এতোই ভালো লাগা ছিলো যে, সবসময় ভাবতাম ছবিটি কবে মুক্তি পাবে। অবশেষে এটি প্রেক্ষাগৃহে এসেছে, এটা আমার জন্য উল্ল্যেখযোগ্য ঘটনা।

বাংলানিউজ: এখন তো ঢালিউডে নতুন অনেকেই আসছেন। তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার কথা ভাবেন?
সাইমন:
সবাই সবার জায়গা থেকে চেষ্টা করে চলছেন। আমি কারও সঙ্গে প্রতিযোগিতা করতে চাই না। কারও সঙ্গে নিজেকে তুলনা করার মতো যোগ্যতা আমার এখনও হয়নি। কারণ এখনও শিখছি এবং নিজেকে আরও দক্ষ অভিনেতা হিসেবে তৈরির চেষ্টা করছি। দর্শকের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে অবশ্যই অভিনয়ের প্রতি মনোযোগী হতে হবে। আমি মনে করি, দর্শকই ভালোবাসা দিয়ে অভিনয়শিল্পীদের টিকিয়ে রাখেন।

বাংলানিউজ: আপনার স্বপ্নের কোনো চরিত্র আছে?
সাইমন:
আমরা অভিনয়শিল্পীরা সবসময়ই ভালো গল্প ও চরিত্রে কাজ করার জন্য স্বপ্ন দেখি। নানানরকম চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করি। আলাদা করে কোনো স্বপ্নের চরিত্র নেই। ভালো গল্পে কাজ করতে পারাই গুরুত্বপূর্ণ।

বাংলানিউজ: এখন আপনার হাতে কয়টি ছবি?
সাইমন:
‘ইফতেখার’সহ সব মিলিয়ে ১১টি ছবির কাজ হাতে রয়েছে। এ বছর ‘চোখের দেখা’ মুক্তির চার মাস আগে এজে রানা পরিচালিত ‘অজান্তে ভালোবাসা’ প্রেক্ষাগৃহে এসেছে। সামনে আসবে আকাশ আচার্য্যের ‘মায়াবিনী’ ছবিটি। এতে আমার সহশিল্পী হিসেবে আছেন আইরিন।

* ‘তোকে চাই’ গানের ভিডিও:

* ‘ডুববো আমি’ গানের ভিডিও:

* ‘বাঁশির মধ্যে সুর না থাকলে’ গানের ভিডিও:

* ‘স্বপ্নের দিন’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।