ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

টেলিছবিতে আয়কর বিভাগ নিয়ে কর্মকর্তার সিনেমা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
টেলিছবিতে আয়কর বিভাগ নিয়ে কর্মকর্তার সিনেমা!

সংসার জীবনে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মোবারক হোসেন কিছুটা নির্বিকার প্রকৃতির মানুষ। তিনি মাতৃভূমির প্রতি রয়েছে তার অকুণ্ঠ ভালোবাসা।

দেশ নিয়ে তার গর্বের শেষ নেই। চাকরি করেন আয়কর বিভাগে। তার আশা আকাঙ্ক্ষার গল্প নিয়ে তৈরি হলো টেলিছবি ‘ভালোবাসার আয়কর’।

মোবারক আয়কর বিভাগকে খুব ভালোবাসেন। কর্মস্থলকে তার কাছে একান্নবর্তী পরিবারের মতো। প্রত্যেক কর্মকর্তা-কর্মচারি, করদাতা, সংশ্লিষ্ট আইনজীবী সবাই তার আপন। এই বিভাগের প্রতিটি ইট-কাঠ-পাথরের সঙ্গে মোবারকের ঘনিষ্ঠতা আন্তরিকতায় পরিপূর্ণ। মোবারক হোসেন ভাবেন স্বাভাবিক নিয়মে তিনি একদিন অবসরে চলে যাবেন। তবে মৃত্যুর পরও তাকে সবাই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের লোক হিসেবেই জানবে।

জীবনের স্বর্ণালি দিনগুলো এখানে কেটেছে মোবারকের। তাই তিনি সিদ্ধান্ত নেন, জীবনের সব আবেগ অনুভূতি আর ভালোবাসায় প্রিয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নিয়ে একটি সিনেমা বানাবেন। কিন্তু সিনেমা বানাতে গিয়ে শুরু হয় নানান জটিলতা। এভাবে এগিয়ে যায় টেলিছবির গল্প।

পরিচালনায় পাশাপাশি এতে মোবারক চরিত্রে অভিনয় করেছেন মকবুল হোসেন পাইক। অন্যান্য চরিত্রে অাছেন আজিজুল হাকিম, দীপা খন্দকার, নওশীন, মাজনুন মিজান, হাসান ফেরদৌস জুয়েল, দিলু খান, আফরোজা হোসেন, লিটন অধিকারীসহ একদল মঞ্চকর্মী।

‘ভালোবাসার আয়কর’ প্রসঙ্গে পরিচালক বললেন, একটি ব্যতিক্রম গল্প নিয়ে কাজটি করা। গল্পের প্রয়োজনে আয়কর বিষয়ক ছড়া গান, কবি গান এবং আধুনিক গান সংযোজন করা হয়েছে। এ ছাড়া কবি জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ ও কবি সুকান্তের ‘হে মহাজীবন’ কবিতার চিত্রায়নও রয়েছে।

জানা গেছে, আগামী ১ নভেম্বর থেকে শুরু হওয়া আয়কর মেলা চলাকালে সারাদেশে প্রজেক্টরের মাধ্যমে টেলিছবিটি দেখানো হবে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।