ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সমসাময়িক ড্যান্স-থিয়েটার পারফর্ম্যান্স

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
সমসাময়িক ড্যান্স-থিয়েটার পারফর্ম্যান্স

বাংলাদেশি চার তরুণ কোরিওগ্রাফার ও একজন নাট্য অভিনেতার সমন্বয়ে অনুষ্ঠিত হলো ‘সমসাময়িক ড্যান্স-থিয়েটার পারফর্ম্যান্স’। মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে এই পরিবেশনা উপভোগ করেন আমন্ত্রিত অতিথিরা।

 

অনুষ্ঠানে ছিলেন গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক ফিলিপ কুপার্স এবং ‘ইয়াং কোরিওগ্রাফার প্ল্যাটফর্ম’ প্রকল্পের শৈল্পিক পরিচালক প্রখ্যাত জার্মান নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার টমাস বুনেগর।

পরিবেশনায় অংশ নিয়েছেন তরুণ কোরিওগ্রাফার ফরহাদ আহমেদ, পারভীন সুলতানা কলি, স্নাতা শাহরিন, তাহনুন আহমেদী ও নাট্য অভিনেতা রেজওয়ান পারভেজ। আলোক পরিকল্পনা করেন ফয়েজ জহির। সংগীতে তাজউদ্দিন তাজু।

গত মাসজুড়ে একঝাঁক তরুণ কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পীদের নিয়ে গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হয় একাধিক কর্মশালা। এর সফল সমাপ্তি হলো ব্যতিক্রমধর্মী এই আয়োজনের মধ্য দিয়ে।

এ আয়োজনটি গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশের ‘ইয়াং কোরিওগ্রাফার প্ল্যাটফর্ম প্রকল্প ২০১৬’ শিরোনামে একটি প্রকল্পের অংশ। এর মূল উদ্দেশ্য হলো নির্বাচিত একদল তরুণ ও প্রতিশ্রুতিশীল নৃত্যশিল্পীদের সংগঠিত করে প্রশিক্ষণের মাধ্যমে নতুন প্রজন্মের কোরিওগ্রাফার তৈরি করা। সেই সঙ্গে তাদের নতুন আঙ্গিকের শৈল্পিক সৃজনকে দর্শকদের সামনে উপস্থিত ও পরিচিত করানো।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।