ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

নতুন বছরের শুরুতে ‘শেষ কথা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৮, নভেম্বর ৬, ২০১৬
নতুন বছরের শুরুতে ‘শেষ কথা’ ‘শেষ কথা’র দৃশ্যে সমদর্শী দত্ত ও আইরিন

সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘বাষ্পস্নান’ ছবির নাম বদলে রাখা হলো ‘শেষ কথা’। নতুন বছরের জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে এটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন তিনি।

নাম পরিবর্তন প্রসঙ্গে জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ডায়মন্ড বাংলানিউজকে বললেন, “অনেকের মন্তব্য, বাষ্পস্নান নামটি কঠিন হয়ে যায়। এর অর্থ দুর্বোধ্য মনে হচ্ছে কারও কারও কাছে। তাই নামটা যেন পরিবর্তন করি। সবশ্রেণীর কাছে সহজবোধ্য রাখতেই ‘শেষ কথা’ রেখেছি। ”

‘শেষ কথা’য় অভিনয় করেছেন কলকাতার সমদর্শী দত্ত, আইরিন, হিমন, প্রকৃতি, মামুনুর রশীদ, রাইসুল ইসলাম আসাদ, আব্দুর রশিদ, নাহার, জোবাইদা লিপি, সাবরিনা, উপমা, হিরা চৌধুরী প্রমুখ। ছবির চিত্রায়ন হয়েছে রাজশাহীতে।

এর আগে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালনা করেন ‘নাচোলের রানী’, ‘গঙ্গাযাত্রা’ ও ‘অন্তর্ধান’ ছবি তিনটি। এর মধ্যে ‘গঙ্গাযাত্রা’ আটটি বিভাগে ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।