ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

বিনোদন

হিলারীকে সালমান খানের সমর্থন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১০, নভেম্বর ৬, ২০১৬
হিলারীকে সালমান খানের সমর্থন সালমান খান ও হিলারী ক্লিনটন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি হিলারী ক্লিনটনের জয়ের আশা করছেন বলিউড সুপারস্টার সালমান খান। আগামী ৮ নভেম্বর (বাংলাদেশ সময় ৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে এ নির্বাচন।

শনিবার (৫ নভেম্বর) বিকেলে টুইটারে হিলারীর একটি ছবি পোস্ট করে তাকে উদ্দেশ্য করে সল্লু লিখেছেন, ‘আশা করছি আপনি জিতবেন। সৃষ্টিকর্তা আপনাকে সংবিধান ও মানবিক মূল্যবোধ অনুসরণের মনোবল দিক। শুভকামনা রইলো। ’

সালমান এমনিতে অরাজনৈতিক মানুষ। তবে জনদরদি হিসেবে তিনি সক্রিয়। মূলত মানবিকতার কথা ভেবেই আনুষ্ঠানিকভাবে হিলারীকে সমর্থন জানালেন ৫০ বছর বয়সী এই তারকা।

কারণ পৃথিবীর বিভিন্ন প্রান্তের অনেকের ধারণা, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলে বিশ্ব ভয়াবহ অনিশ্চয়তার মুখে পড়তে পারে। যদিও বলিউডবাসীর মধ্যে অভিনেতা অনুপম খের ট্রাম্পকেই সমর্থন জানাচ্ছেন। তিনি ক’দিন আগে নিউজার্সিতে এই প্রার্থীর শোভাযাত্রায়ও অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।