ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

দুষ্টু ছেলে ইমন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৯, নভেম্বর ৬, ২০১৬
দুষ্টু ছেলে ইমন! ইমন-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বন্ধুর সঙ্গে মিলে দুষ্টুমিতে মাতবেন চিত্রনায়ক ইমন। কখনও চিকিৎসকের পোশাক পরে কখনওবা পুলিশি পোশাকে তিনি হয়ে উঠবেন দুষ্টু ছেলে।

‘সমাধান’ নামের নতুন একটি ছবিতে তার চরিত্রটি এমন।  

মোহাম্মদ আসলামের পরিচালনায় আগামী ২০ নভেম্বর থেকে ঢাকার উত্তরা ও সাভারে অ্যাকশন-রোমান্টিক-কমেডি ধাঁচের ছবিটির চিত্রায়ন হবে পাঁচদিন। এতে আরও অভিনয় করবেন জায়েদ খান ও ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ থেকে পরিচিতি পাওয়া অরিন।

রোববার (৬ নভেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে ইমন বললেন, ‘নতুন ছবিতে আমার চরিত্রের বৈচিত্র আছে। এর পরিচালক প্রয়াত নায়ক মান্নাকে নিয়ে বেশ কয়েকটি ছবি বানিয়েছিলেন। তাই আমি আশাবাদী। ’

ইমনকে সবশেষ সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ২’ ছবির মাধ্যমে বড়পর্দায় দেখা গেছে। এতে তার বিপরীতে ছিলেন জয়া আহসান।

সম্প্রতি ফ্রান্সের প্যারিসে স্বপন আহমেদের পরিচালনায় একটি ধারাবাহিকের কাজ করেছেন ইমন। ‘প্যারিসের চিঠি’ নামের নাটকটি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন।

আরও পড়ুন>>>
* ছবিটিতে আমি আছি এটা তাদের কাছে বোনাস : ইমন
*  দু'জনের সঙ্গে প্রেমের অভিনয় করতে চান ইমন

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।