ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সাকিবকে জ্যাম থেকে উদ্ধারে এগিয়ে এলো আপন কেউ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
সাকিবকে জ্যাম থেকে উদ্ধারে এগিয়ে এলো আপন কেউ! সাকিব আল হাসান

প্র্যাকটিস করতে যাচ্ছেন সাকিব আল হাসান। কিন্তু পথিমধ্যে ট্রাফিক জ্যামে আটকে আছেন তিনি।

সহজে ছাড়বে বলে মনে হয় না। এমন সময় মোটরসাইকেলে চড়ে এক সমর্থক তাকে মাঠে দিয়ে আসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। এ যেন তার আপন কেউ।

রানার মোটরসাইকেলের নতুন বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে এই দৃশ্য। এ সময় আবহসংগীত হিসেবে বেজেছে একটি গান। এর কথা এমন- ‘দুষ্টু মিষ্টি খুনসুটিতে, পথের উল্লাস হাতছানিতে, বিশ্বাস ভরে দেখি যখন আমি, দেখি আমি আমাদের আপন কেউ, দেখি আমি আমাদের আপন কেউ, আপন পরিচয়ে স্বপ্নের কোনো দুনিয়াতে, গ্রামে-শহরে বেড়ায় ঘুরে, দেশের প্রগতিতে চেনা মাটির ডাকে, দেখি আমি আমাদের আপন কেউ, দেখি আমি আমাদের আপন কেউ...’।

দেশীয় মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান রানার অটোমোবাইল লিমিটেডের হেড অব মার্কেটিং অসীম গোস্বামী জানান, বিজ্ঞাপনটির মূল বক্তব্য হলো- ‘আমাদের আপন কেউ’। বিভিন্ন পেশার মানুষের প্রতিদিনের বিভিন্ন মুহূর্ত ফুটিয়ে তোলা হয়েছে এতে। চলতি বছর তারা ‘লিভ ইওর ড্রিম, লিড ইওর লাইফ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে। এরই অংশ এই বিজ্ঞাপন।

* রানার মোটরসাইকেলের নতুন বিজ্ঞাপনচিত্র:

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।