ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ডিরেক্টরস গিল্ডের সম্মেলন ২ ডিসেম্বর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
ডিরেক্টরস গিল্ডের সম্মেলন ২ ডিসেম্বর ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছোটপর্দার নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের কার্যনির্বাহী পরিষদ সম্মেলন করবে আগামী ২ ডিসেম্বর। এ আয়োজনে সাধারণ সদস্যদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করবেন জনপ্রিয় তারকারা।

ছোটপর্দার নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের কার্যনির্বাহী পরিষদ সম্মেলন করবে আগামী ২ ডিসেম্বর। এ আয়োজনে সাধারণ সদস্যদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে অংশগ্রহণ করবেন জনপ্রিয় তারকারা।

মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যার পর ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি গাজী রাকায়েত ও সাধারণ সম্পাদক এস এ হক অলিক।

ডিরেক্টরস গিল্ডের সম্মেলনে আমন্ত্রিত বিজ্ঞাপনী সংস্থার কর্মকর্তা, টিভি চ্যানেল কর্তৃপক্ষ, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অভিনয় শিল্পী সংঘ, নাট্যকার সংঘ ও অন্যান্য সংগঠনের প্রতিনিধিসহ নাট্যাঙ্গনের উল্লেখযোগ্য ব্যক্তিদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিরাজমান সংকট উত্তরণের উপায় খুঁজবেন নির্মাতারা।

এ আয়োজনে টাইটেল স্পন্সর থাকছে রিং আইডি। সংগঠনের নেতারা জানান, সম্মেলন সফল করতে ২ ডিসেম্বর সারাদেশে নাটক-টেলিছবির শুটিং বন্ধ রাখার পরিকল্পনা করেছেন তারা।

৩০ নভেম্বরও একই পন্থা অবলম্বন করবে সংগঠনটি। ওইদিন দেশের টেলিভিশন শিল্পে ভারতসহ বিদেশি কলাকুশলীদের অবৈধভাবে কাজ করানো, ডাবিং করে বিদেশি সিরিয়াল প্রচার এবং ডাউনলিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন বন্ধের জন্য বেসরকারি টিভি চ্যানেলগুলোর কাছে দাবি জানাতে শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হবে ডিরেক্টরস গিল্ডসহ নাটক সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের জোট ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)।

ডিরেক্টরস গিল্ডের সম্মেলনে টাইটেল স্পন্সর থাকছে রিং আইডি। সংগঠনের নেতারা জানান, সম্মেলন সফল করতে ২ ডিসেম্বর সারাদেশে নাটক-টেলিছবির শুটিং বন্ধ রাখার পরিকল্পনা করেছেন তারা।  

৩০ নভেম্বরও একই পন্থা অবলম্বন করবে সংগঠনটি। ওইদিন দেশের টেলিভিশন শিল্পে ভারতসহ বিদেশি কলাকুশলীদের অবৈধভাবে কাজ করানো, ডাবিং করে বিদেশি সিরিয়াল প্রচার এবং ডাউনলিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন বন্ধের জন্য বেসরকারি টিভি চ্যানেলগুলোর কাছে দাবি জানাতে শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হবে ডিরেক্টরস গিল্ডসহ নাটক সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের জোট ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)।  

বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।