ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বাতিঘরের ‘অলিখিত উপাখ্যান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
বাতিঘরের ‘অলিখিত উপাখ্যান’

কথাশিল্পী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ডায়েরির পাতায় লেখা হয়েছিলো ব্রিটিশবিরোধী বিপ্লবী রহিমউল্লাহর বীরত্বগাথা।

কথাশিল্পী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ডায়েরির পাতায় লেখা হয়েছিলো ব্রিটিশবিরোধী বিপ্লবী রহিমউল্লাহর বীরত্বগাথা। এতে উল্লেখ করা তথ্যের ভিত্তিতে রিজিয়া রহমানের লিখেছেন তার উপন্যাস ‘অলিখিত উপাখ্যান’।

একে উপজীব্য করে নাটক মঞ্চে এনেছে ঢাকার নাট্যদল বাতিঘর।  
‘অলিখিত উপাখ্যান’ নাটকটির তৃতীয় প্রদর্শনী হবে শনিবার (১২ নভেম্বর)। ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে নাটকটি শুরু হবে সন্ধ্যা সাতটায়। এর নাট্যরূপ দিয়েছেন নির্দেশক মুক্তনীল।  
এটি বাতিঘরের দ্বিতীয় প্রযোজনা। এ নাটকে প্রথম কথকের ভূমিকায় কণ্ঠ দিয়েছেন আসাদুজ্জামান নূর। এতে বঙ্কিম চরিত্রে আছেন পান্থ আফজাল। আর রহিমউল্লাহর ভূমিকায় দেখা যায় স্মরণ বিশ্বাসকে। এ ছাড়াও অভিনয় করেছেন তারানা তাবাচ্ছুম চেরি, মনিরুজ্জামান ফিরোজ, সাফিন আহমেদ অশ্রু, সাদ্দাম রহমান, সাবরিনা শারমিন, ফয়সাল, সাদিয়া ইউসুফ বৃতা, তাজিম আহমেদ শাওন, সঞ্জয় গোস্বামী, রুম্মান শারু, সঞ্জয় হালদার, শিশির সরকার, পরশ, শাম্মি মৌ, তানি, তন্ময়।  
নাটকটির আলোক পরিকল্পনা করেছেন পলা হেনড্রি সেন। মঞ্চসজ্জায় এম আসলাম লিটন, সংগীতে সাদ্দাম রহমান, সংগীত প্রক্ষেপণে অপূর্ব দে এবং কোরিওগ্রাফিতে শিশির সরকার।  
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।