ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় আবার সুরের মূর্ছনা ছড়ালেন অন্বেষা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
ঢাকায় আবার সুরের মূর্ছনা ছড়ালেন অন্বেষা অন্বেষা দত্ত গুপ্ত, ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভারতে বাংলা ও হিন্দি গানের জগতে তরুণ প্রজন্মের পরিচিত মুখ অন্বেষা দত্ত গুপ্ত পাঁচ মাস পর আবার ঢাকায় এলেন। শনিবার (১২ নভেম্বর) রাতে ঢাকার লা মেরিডিয়ান হোটেলে সংগীত পরিবেশন করেন তিনি।

ভারতে বাংলা ও হিন্দি গানের জগতে তরুণ প্রজন্মের পরিচিত মুখ অন্বেষা দত্ত গুপ্ত পাঁচ মাস পর আবার ঢাকায় এলেন। শনিবার (১২ নভেম্বর) রাতে ঢাকার লা মেরিডিয়ান হোটেলে সংগীত পরিবেশন করেন তিনি।

সুরের মূর্ছনায় আমন্ত্রিত অতিথিদের মাতান ২২ বছর বয়সী এই তারকা।

২০১৪ সালে প্রথমবার ঢাকায় এসে বাংলানিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গানে ছোটবেলা থেকেই আশ্রয় খুঁজে নিয়েছেন তিনি। শনিবার তাই শুরুতেই তিনি গেয়ে শোনান ‘মম চিত্তে নিতি নৃত্যে’। এরপর পরিবেশন করেন সুচিত্রা সেন অভিনীত ‘হসপিটাল’ ছবিতে গীতা দত্তের গাওয়া কালজয়ী গান ‘এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়’।

বিরতিতে যাওয়ার আগে অন্বেষা শুনিয়েছেন এআর রহমানের সুর করা ‘রাঞ্ঝনা’ ছবির ‘বানারাসিয়া’ ও ‘গুরু’ ছবির ‘বারসো রে মেঘা মেঘা’, ইন্দ্রদীপ দাশগুপ্তর সুরে ‘বোঝে না সে বোঝে না’ ছবির শিরোনাম-গান এবং প্রীতমের সুর-সংগীতে ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির ‘বালাম পিচকারি’।

বিরতির পর মঞ্চে এসে অন্বেষা গেয়ে শোনান ‘ভুল ভুলাইয়া’ ছবির ‘আমি যে তোমার’। এরপর তিনি বাংলা ও হিন্দি জনপ্রিয় কিছু গান গেয়ে দর্শক মাতান। এর মধ্যে ছিলো রাহুল দেব বর্মণের সুর করা ‘দম মারো দম’, ‘গুন্ডে’ ছবির ‘তুনে মেরে এন্ট্রি ইয়ার’, ‘ডন’ ছবির ‘ইয়ে মেরা দিল পেয়ার কা দিওয়ানা’ প্রভৃতি।

অনুষ্ঠানে অন্বেষার পাশাপাশি ঢাকায় সংগীত পরিবেশন করেন কলকাতার ‘সারেগামাপা ২০০১’ প্রতিযোগিতার বিজয়ী সুজয় ভৌমিক। সবশেষে দু’জনে দ্বৈতকণ্ঠে গেয়েছেন ‘জানে জা ধুন্ধতা ফির রাহা’ ও ‘উলালা উলালা’। এসিআই লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান এসিআই মোটরস সাতটি মডেলের ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল বাংলাদেশে বাজাতকরণ উপলক্ষে এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০১৪ সালে দেশ টিভির ঈদ আয়োজনে সরাসরি সম্প্রচারিত হওয়া ‘কল-এর গান’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে এসেছিলেন অন্বেষা। বাংলাদেশের ছবিতেও গান গেয়েছেন তিনি। রাজু আহমেদ পরিচালিত ‘ভুল’ এবং তন্ময় তানসেন পরিচালিত ‘পদ্মপাতার জল’ ছবিতে তার গাওয়া গান শোনা গেছে।

‘স্টার ভয়েস অব ইন্ডিয়া ছোটে ওস্তাদ’ প্রতিযোগিতার রানারআপ অন্বেষা ‘রাঞ্ঝনা’ ছবিতে এআর রহমানের সুরে শ্রেয়া ঘোষালের সঙ্গে ‘বেনারসিয়া’ শিরোনামের একটি দ্বৈত গান গেয়েছেন। তার জনপ্রিয় হিন্দি গানের তালিকায় আরও আছে হিমেশ রেশামিয়ার সুরে ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে ‘জ্বলতে দিয়ে’ ও ‘ডেঞ্জারাস ইশক’-এর ‘ইশক মে রুসওয়া’, প্রীতমের সুর-সংগীতে ‘গোলমাল রিটার্নস’ ছবির ‘থা কার কে’, ইসমাইল দরবারের সুরে ‘কাঞ্চি’র ‘তু সব কুছ রে’ ও ‘কোশাম্পা’ প্রভৃতি।

বাংলা ছবির গানে অন্বেষা প্রথম কণ্ঠ দেন ঋতুপর্ণ ঘোষের ‘খেলা’য়। ‘ছোটে ওস্তাদ’ প্রতিযোগিতা শেষ হওয়ার ২০-২৫ দিনের মধ্যেই তার সঙ্গে যোগাযোগ করেন গানটির সুরকার রাজা নারায়ণ দেব। এরপর বাংলা ছবির অনেক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য ‘বোঝে না সে বোঝে না’, ‘দিন দুপুরে মনের ঘরে’, ‘তোর আর আমার এই হালকা হালকা প্রেমের’ প্রভৃতি।

আরও পড়ুন>>>
* দুই বছর পর আবার আসছেন অন্বেষা
* রেজওয়ানা চৌধুরী বন্যার গান ভালো লাগে : অন্বেষা

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।