ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শহিদকে জড়িয়ে ধরলেন কারিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
শহিদকে জড়িয়ে ধরলেন কারিনা শহিদ কাপুর ও কারিনা কাপুর খান

প্রাক্তন প্রেমিক-প্রেমিকা শহিদ কাপুর ও কারিনা কাপুর খান অতীতের বিভেদ ভুলে বন্ধুর মতো একে অপরকে জড়িয়ে ধরলেন। গত ১২ নভেম্বর রাতে লাক্স গোল্ডেন রোজ অ্যাওয়ার্ডসে দেখা গেলো এই অভূতপূর্ব দৃশ্য।

প্রাক্তন প্রেমিক-প্রেমিকা শহিদ কাপুর ও কারিনা কাপুর খান অতীতের বিভেদ ভুলে বন্ধুর মতো একে অপরকে জড়িয়ে ধরলেন। গত ১২ নভেম্বর রাতে লাক্স গোল্ডেন রোজ অ্যাওয়ার্ডসে দেখা গেলো এই অভূতপূর্ব দৃশ্য।

প্রেমের ইতি টানার পর থেকে শহিদ ও কারিনা একে অপরকে এড়িয়ে চলতেন। তাই হাত বাড়িয়ে তাদের একে অপরকে জড়িয়ে ধরাটা সবাইকে হতবাক করেছে।

সম্পর্কের ছাড়াছাড়ির পর ‘উড়তা পাঞ্জাব’-এ একসঙ্গে অভিনয় করেছেন শহিদ ও কারিনা। ছবিটির প্রচারণায়ও একসঙ্গে দেখা গেছে দু’জনকে। কিন্তু পাশাপাশি দাঁড়াননি।

ব্যক্তিজীবনে এবারই প্রথম শহিদ-কারিনা পাশ কাটিয়ে যাননি। উল্টো এগিয়ে গিয়ে আড্ডা দিয়েছেন ও কোলাকুলি করলেন। বেবো (কারিনার ডাকনাম) মা হতে যাচ্ছেন, এজন্য তাকে শুভকামনা জানান শহিদ। তিনি কিছুদিন আগে বাবা হওয়ায় কারিনাও অভিনন্দন জানাতে ভুল করেননি।

‘যব উই মেট’ ছবির চিত্রায়ন চলাকালে শহিদ ও কারিনার মধ্যে তিক্ততা জন্মে। পরিণতিতে তাদের প্রেমের পাট চুকে যায়। এরপর তারা একে অন্যের ছায়া পর্যন্ত মাড়াননি।

শহিদের সঙ্গে বিচ্ছেদের পর ‘তাশান’ ছবির কাজ করতে গিয়ে সাইফ আলি খানের প্রেমে পড়েন কারিনা। ২০১৩ সালে বিয়ের আগে পাঁচ বছর এক ছাদের নিচে ছিলেন তারা।

অন্যদিকে শহিদও থেমে থাকেননি। কয়েকজন অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্কের মুখরোচক খবর ছড়িয়েছিলো। কিন্তু কোনোটাই শেষ পর্যন্ত পরিণতির দিকে এগোয়নি। অবশেষে বাবা পঙ্কজ কাপুরের উদ্যোগে দিল্লির মেয়ে মীরা রাজপুতের সঙ্গে ঘর বাঁধেন তিনি।

শহিদ ও কারিনা এখন আর পেছনে তাকাতে চান না। পেশা ও ব্যক্তিজীবনে দু’জনই নিজেদের অবস্থান নিয়ে সন্তুষ্ট। একসময়ের প্রেমিক-প্রেমিকাকে আবার কাছাকাছি আসতে দেখে বলিউডবাসী খুশি।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।