ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘বৃষ্টিদের বাড়ি’তে চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
‘বৃষ্টিদের বাড়ি’তে চঞ্চল চৌধুরী ‘বৃষ্টিদের বাড়ি’র দৃশ্যে চঞ্চল চৌধুরী

‘আয়নাবাজি’ তারকা চঞ্চল চৌধুরী অভিনয় করলেন নতুন ধারাবাহিক নাটক ‘বৃষ্টিদের বাড়ি’তে। এ বাড়ির বড় মেয়ের নাম বৃষ্টি। এখন সে এ বাড়িতে থাকে না।

‘আয়নাবাজি’ তারকা চঞ্চল চৌধুরী অভিনয় করলেন নতুন ধারাবাহিক নাটক ‘বৃষ্টিদের বাড়ি’তে। এ বাড়ির বড় মেয়ের নাম বৃষ্টি।

এখন সে এ বাড়িতে থাকে না।

প্রায় ৩০ বছর আগে, আশ্বিন মাসের এক দুপুরে মাত্র ১২ বছর বয়সে বাবার সঙ্গে অভিমান করে কোথায় যে চলে যায় মেয়েটি, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সেই থেকে এ বাড়ির পরিচয় বৃষ্টিদের বাড়ি। এই গল্পে সবাই আছে, শুধু বৃষ্টি নেই!

বৃদ্ধ আলাউলের মৃত্যুর আগে বৃষ্টিদের বাড়িতে ৪২ বছরের এক অচেনা মহিলা এসে দরজায় কড়া নাড়ে। তিনিই প্রায় তিরিশ বছর আগে হারিয়ে যাওয়া ১২ বছরের বৃষ্টি, এ বাড়ির বড় মেয়ে। তিরিশ বছর আগে বাবার প্রতি ছোট্ট মেয়ের অভিমানের গল্পটি এরপর পরিষ্কার হয়।

এ নাটকে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ড. ইনামূল হক, নাদিয়া আহমেদ, মৌসুমী হামিদ, এফএস নাঈম, শবনম ফারিয়া, ফারুক আহমেদ, মুনিরা ইউসুফ মেমী, নোভা, সুজাত শিমুল, সুজন, জোহান প্রমুখ।

‘বৃষ্টিদের বাড়ি’ লিখেছেন মাসুম শাহরিয়ার, পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। ১৫ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে ধারাবাহিকটি।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।