ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সবচেয়ে যৌন আবেদনময় পুরুষ এখন ডোয়াইন জনসন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
সবচেয়ে যৌন আবেদনময় পুরুষ এখন ডোয়াইন জনসন ডোয়াইন জনসন

ডোয়াইন ‘দ্য রক’ জনসন এখন যা-ই করেন সবই যেন গরম খবর! এবার পিপল ম্যাগাজিনের দৃষ্টিতে জীবিতদের মধ্যে চলতি বছরের সবচেয়ে যৌন আবেদনময় পুরুষের খেতাব পেলেন তিনি।

ডোয়াইন ‘দ্য রক’ জনসন এখন যা-ই করেন সবই যেন গরম খবর! এবার পিপল ম্যাগাজিনের দৃষ্টিতে জীবিতদের মধ্যে চলতি বছরের সবচেয়ে যৌন আবেদনময় পুরুষের খেতাব পেলেন তিনি। পেশাদার রেসলার থেকে অভিনেতা হওয়া দ্য রককে স্বীকৃতিটি দেওয়ার খবর বেরিয়েছে মঙ্গলবার (১৫ নভেম্বর)।

রেসলিং রিংয়ে দ্য রকের বিখ্যাত বুলি ছিলো- ‘ক্যান ইউ স্মেল হোয়াট দ্য রক ইজ কুকিং?’ তিনি জানান, নতুন উপাধিটি সম্পর্কে শেখাটা তাকে ফাঁপরে রেখেছে! ৪৪ বছর বয়সী এই তারকা পিপলকে বলেছেন, ‘মনে মনে ভাবছি কতোটা দারুণ আর উচ্ছ্বসিত ব্যাপার এটা। এরপর মনে হলো, বাহ, চূড়ার প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। জানি না কতোদূর যেতে পারবো। ’

নব্বই দশকের মাঝামাঝি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের প্রতিযোগী হিসেবে মূলধারার খ্যাতি অর্জন করেন জনসন। এরপর হলিউডে অভিনেতা ও প্রযোজক হিসেবে শক্ত অবস্থান গড়েছেন তিনি। হলিউডে এখন সবচেয়ে উপার্জনকারী তারকাও তিনিই।

৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার ডোয়াইনের ওজন ১১১ কিলো। পর্দায় গ্রীক বীর হারকিউলিসের মতো বলবান দেখায় তাকে। কাকতালীয় হলো ২০১৪ সালে ‘হারকিউলিস’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি।

সামনে মুক্তি পাবে ডোয়াইন জনসন অভিনীত ডিজনির অ্যানিমেটেড ছবি ‘মোয়ানা’। এতে বিশাল আকৃতির চরিত্র মাউয়ির ভূমিকায় কণ্ঠ দিয়েছেন তিনি। তার কথায়, ‘গত কয়েক বছরে ক্যারিয়ারে বড়সড় সুদূরপ্রসারী পরিবর্তন এনেছি, এই প্রচেষ্টা আমাকে ইতিবাচক ফল এনে দিয়েছে। ’

যোগ করে দ্য রক আরও বলেন, ‘আমার ব্যক্তিজীবনে যেসব পরিবর্তন ঘটেছে, বিশেষ করে বাবা ও অন্যের জীবনসঙ্গী হওয়ার মাধ্যমে সম্পর্কের ক্ষেত্রে এবং নিজের আচরণগত যা কিছু বদলেছে, এসব সত্যিকার অর্থেই আমাকে আস্থা এনে দিয়েছে। ’

জনসন ও তার দীর্ঘদিনের প্রেমিকা লরেন হাশিয়ানের ১১ মাস বয়সী কন্যাসন্তান আছে, তার নাম জেসমিন। এ ছাড়া প্রযোজক ডেনি গার্সিয়ার সঙ্গে সংসারের সময় এক কন্যাসন্তানের বাবা হন তিনি। তার বয়স ১৫ বছর।

সম্প্রতি ডোয়াইন জনসন জানান, জীবনে আরেকটি বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা আছে তার। সেটা হলো বিনোদন দুনিয়া থেকে রাজনীতির ময়দানে নামা। ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফি উরিয়াস’ ফ্রাঞ্চাইজির এই তারকা রয়টার্সের কাছে গত সপ্তাহে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তার মনে হচ্ছে, এই নির্বাচন প্রমাণ করেছে যে কোনো কিছু হতে পারে।

পিপলকে ডোয়াইন বলেছেন, ‘মজা করে সবসময় বলতাম প্রেসিডেন্ট পদে দাঁড়াবো। তবে এটাই এখন আমার সত্যিকারের আগ্রহ। ইতিমধ্যে ভাবতে শুরু করে দিয়েছি আমি কোনো পরিবর্তন আনতে পারবো কি-না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেধাবী মানুষজনকে আমার চারপাশে পাবো তো? দেশটাকে নিয়ে কি আমি ভাবি? সব প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ হওয়ায় মনে হচ্ছে ভালো সুযোগ আছে সামনে। একদিন হয়তো প্রেসিডেন্ট হিসেবে সাক্ষাৎকার দেবো। ’

২০২০ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোয়াইনকে প্রার্থী হিসেবে দেখা যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে তার ভক্তরা। এরই মধ্যে নিবন্ধিত রিপাবলিকান হিসেবে কনভেনশনেও যোগ দিয়েছেন তিনি। ২০০০ সালে দলটির জাতীয় কনভেনশনে বক্তব্যও দেন দ্য রক। তার কথায়, ‘বিশেষভাবে এখন, নেতৃত্ব খুব জরুরি। যোগ্য নেতৃত্ব প্রয়োজন, সম্মানিত নেতৃত্বও দরকার। ’

আরও পড়ুন>>>
* যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন ডোয়াইন জনসন

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।