ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অবশেষে ‘যদি তুমি জানতে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
অবশেষে ‘যদি তুমি জানতে’ ‘যদি তুমি জানতে’ ছবিতে তানিয়া বৃষ্টি ও আশরাফ কিটু

‘ঘাসফুল’ ও ‘লাভার নাম্বার ওয়ান’-এর পর রূপালি পর্দায় আসছেন ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতা থেকে পরিচিতি পাওয়া তানিয়া বৃষ্টি। তার অভিনীত ‘যদি তুমি জানতে’ মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর। গত ৬ মে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। অবশেষে এটি আলোর মুখ দেখছে।

‘ঘাসফুল’ ও ‘লাভার নাম্বার ওয়ান’-এর পর রূপালি পর্দায় আসছেন ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতা থেকে পরিচিতি পাওয়া তানিয়া বৃষ্টি। তার অভিনীত ‘যদি তুমি জানতে’ মুক্তি পাবে আগামী ১৮ নভেম্বর।

গত ৬ মে মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। অবশেষে এটি আলোর মুখ দেখছে।

ছবিটিতে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শাহেদ শরীফ খান, মুনিরা মিঠু, রাখি প্রমুখ। এতে আইটেম গানেও নেচেছেন তানিয়া বৃষ্টি। এতে তাকে দেখা যাবে আশরাফ কিটুর বিপরীতে।

এ ছবির গল্প নবজাতক শিশুকে ঘিরে। তাকে গির্জার সামনে পেয়ে সেখানকার লোকজন লালন-পালন করে। বেড়ে ওঠে সেই শিশু। একসময় গির্জার একটি মেয়ে তার প্রেমে পড়ে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় সমাজ। কারণ ছেলেটি কোন ধর্মের তা কেউ জানে না। আবার শৈশবে ছেলেটি এই মেয়ের মায়ের বুকের দুধ খেয়ে বেড়ে উঠেছে।

‘যদি তুমি জানতে’ এর আগে তিনটি দেশে প্রদর্শিত হয়েছে। এসএম শাকিলের কাহিনী ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন যুগল নির্মাতা নদী-ফিরোজ। মো: আশরাফুল ইসলাম মজুমদারের প্রযোজনায় ঢাকা, পূবাইল, সিলেট, ময়মনসিংহে এর চিত্রায়ন হয়েছে। পরিবেশনায় ইউরো-বাংলা এন্টারটেইনমেন্ট।

এ ছবিতে গান রয়েছে মোট চারটি। এগুলোতে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর, কনা। এ ছাড়াও গেয়েছেন এহসান রাহী। সংগীত পরিচালনার পাশাপাশি কথাও লিখেছেন তিনি। অন্যগুলো জাহিদ আকবর, মাহমুদ মানজুর ও মহসীন মেহেদীর লেখা।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।