ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জার্মানির ম্যানহাইম-হাইডেলবার্গে প্রশংসিত ‘আয়নাবাজি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
জার্মানির ম্যানহাইম-হাইডেলবার্গে প্রশংসিত ‘আয়নাবাজি’

জার্মানির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ম্যানহাইম-হাইডেলবার্গের ৬৫তম আসরে প্রদর্শিত হলো অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’। তার সঙ্গে এখানে ছিলেন ছবিটির প্রযোজক জিয়াউদ্দিন আদিল, কাহিনীকার গাউসুল আলম শাওন এবং টপ অফ মাইন্ড গ্রুপের সিএফও সালমা আদিল।

জার্মানির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ম্যানহাইম-হাইডেলবার্গের ৬৫তম আসরে প্রদর্শিত হলো অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘আয়নাবাজি’। তার সঙ্গে এখানে ছিলেন ছবিটির প্রযোজক জিয়াউদ্দিন আদিল, কাহিনীকার গাউসুল আলম শাওন এবং টপ অফ মাইন্ড গ্রুপের সিএফও সালমা আদিল।

৮০০ ছবির মধ্য থেকে ইন্টারন্যাশনাল নিউকামার ডিসকভারিসে নির্বাচিত ১০টিতে স্থান পেয়েছে ‘আয়নাবাজি’। উইলিয়াম শেক্সপিয়ারের ‘পুরো পৃথিবী একটি মঞ্চ’ তত্ত্বকে গুরুত্ব দেওয়ায় ছবিটি প্রশংসিত হয়েছে উৎসবে। আয়োজকরা এর গল্প বলার শিল্প এবং আধুনিক সম্পাদনার প্রশংসাও করেছেন।

পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেছেন, ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ম্যানহাইম-হাইডেলবার্গেও প্রশংসা আমাদের চিন্তার সৃজনশীলতার জন্য স্বীকৃতি হিসেবেই দেখছি। ’ প্রযোজক জিয়াউদ্দিন আদিল বলেছেন, “বিশ্বের অনেক পুরনো ও বৃহৎ চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ আমাদের দেশীয় চলচ্চিত্র শিল্পের ইতিবাচক পরিবর্তনের জন্য ‘আয়নাবাজি’র অবস্থানকে আরও জোরালো করেছে। ”

‘আয়নাবাজি’ হলো বাডেন-উটেমবার্গে অনুষ্ঠিত ম্যানহাইম-হাইডেলবার্গে প্রদর্শিত তৃতীয় বাংলাদেশি চলচ্চিত্র।
হয়। উৎসবটি শুরু হয় ১৯৫২ সালে। প্রতিবার প্রায় পাঁচশ’র বেশি পেশাদার ব্যক্তির সঙ্গে ৬০ হাজারের বেশি সাধারণ দর্শক অংশগ্রহণ করে এখানে।

এর আগে এ আয়োজনে বিখ্যাত অনেক পরিচালকের চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য- ফ্রাঁসোয়া ত্রুফো, ক্রিস্তফ কিসলোভস্কি, লার্স ভন ট্রিয়ার, জিম জারমুশ, ব্রায়ান সিঙ্গার।

গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পাওয়া ‘আয়নাবাজি’তে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পার্থ বড়ুয়া, নাবিলা, লুৎফর রহমান জর্জ, গাউসুল আলম শাওন, ইফফাত তৃষা প্রমুখ। অতিথি চরিত্রে আছেন আরিফিন শুভ ও বিজরী বরকতউল্লাহ।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।