ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ন্যানসির কণ্ঠে ‘সবকিছুর উর্ধ্বে দেশ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
ন্যানসির কণ্ঠে ‘সবকিছুর উর্ধ্বে দেশ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নতুন একটি দেশাত্মবোধক গান গাইতে যাচ্ছেন কণ্ঠশিল্পী ন্যানসি। এর শিরোনাম ‘সবকিছুর উর্ধ্বে দেশ’। আগামী ২ নভেম্বর তিনি এতে কণ্ঠ দেবেন। বিজয় দিবসকে সামনে রেখে প্রকাশ হবে এটি।

নতুন একটি দেশাত্মবোধক গান গাইতে যাচ্ছেন কণ্ঠশিল্পী ন্যানসি। এর শিরোনাম ‘সবকিছুর উর্ধ্বে দেশ’।

আগামী ২ নভেম্বর তিনি এতে কণ্ঠ দেবেন। বিজয় দিবসকে সামনে রেখে প্রকাশ হবে এটি।

ন্যানসি এর আগেও দেশের গান গেয়েছেন, কিন্তু সম্মানি নেননি। এবারও ব্যতিক্রম হচ্ছে না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিজয় দিবস উদযাপন ও মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতেই গানটি গাইবো। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই এর যাবতীয় কাজ শেষ হবে। ’

‘সবকিছুর উর্ধ্বে দেশ’ লিখেছেন স্নেহাশীষ ঘোষ, এটি সুর করেছেন মিলন। সংগীতায়োজনে এমএমপি রনি।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।