ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

১ ডিসেম্বর ব্যান্ড ফেস্ট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
১ ডিসেম্বর ব্যান্ড ফেস্ট ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্যান্ড ফেস্ট’। এতে অংশগ্রহণ করবে দেশের ২৭টি ব্যান্ড। আগামী ১ ডিসেম্বর সকাল ১১টা ০৫ মিনিটে ঢাকার তেজগাঁওস্থ চ্যানেল আই প্রাঙ্গণে শুরু হবে এ আয়োজন। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্যান্ড ফেস্ট’। এতে অংশগ্রহণ করবে দেশের ২৭টি ব্যান্ড।

আগামী ১ ডিসেম্বর সকাল ১১টা ০৫ মিনিটে ঢাকার তেজগাঁওস্থ চ্যানেল আই প্রাঙ্গণে শুরু হবে এ আয়োজন। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

শুরুতে থাকবে উচ্চারণ ব্যান্ডের পরিবেশনা। সবশেষে মঞ্চে উঠবে এলআরবি ব্যান্ড। এ ছাড়াও থাকছে অবসকিউর, তীরন্দাজ, বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস, ব্ল্যাক, জলের গান, ডিফারেন্ট টাচ, দূরবীন, মেহরীন, শিরোনাহীন, বাংলাদেশ, মেট্টিক্যাল, স্পন্দন, কার্নিভাল, দ্যা ম্যানেজার, তরুণ, কনক্লুশন, সিন, পরাহো, যাত্রী প্রভৃতি ব্যান্ডের পরিবেশনা।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা। এখানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

এ সময় আরও ছিলেন এলআরবি ব্যান্ডের আইয়ুব বাচ্চু ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়েল ফুডের সিইও সৈয়দ নুরুল ইসলাম। এ ছাড়ও বক্তব্য রাখেন অবসকিউর ব্যান্ডের টিপু, ব্ল্যাক ব্যান্ডের জোয়াদ, কণ্ঠশিল্পী পারভেজ, জয় প্রমুখ।

এবারের ব্যান্ড ফেস্ট উপস্থাপনা করবেন অপু মাহফুজ, মৌসুমী বড়ুয়া, সাফি আহমেদ ও দিলরুবা সাথী। প্রযোজনা করবেন অনন্যা রুমা। উৎসব সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।