ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভিলেন ফরহাদ যেন এ যুগের নূর হোসেন!

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
ভিলেন ফরহাদ যেন এ যুগের নূর হোসেন! ফরহাদ, ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ যেন এখন ছোটপর্দার তারকাদের মিলনমেলা। আছেন নির্মাতা, নাট্যকার, চিত্রগ্রাহকসহ কলাকুশলীরা। অভিনয়শিল্পীরা প্রায় সবাই পরেছেন লাল রঙের পোশাক।

শহীদ মিনার: কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ যেন এখন ছোটপর্দার তারকাদের মিলনমেলা। আছেন নির্মাতা, নাট্যকার, চিত্রগ্রাহকসহ কলাকুশলীরা।

অভিনয়শিল্পীরা প্রায় সবাই পরেছেন লাল রঙের পোশাক।

এতো তারকার ভিড়ে আলাদাভাবে চোখ আটকে গেলো একজনের দিকে। তার বুকে-পিঠে লেখা ‘বিদেশি সিরিয়াল নিপাত যাক, সংস্কৃতি মুক্তি পাক’। মনে পড়ে গেলো স্বৈরাচার আন্দোলনের বিরুদ্ধে রাজপথে নেমে প্রাণ দেওয়া শহীদ নূর হোসেনের কথা।

‘শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই’ প্রতিপাদ্য নিয়ে বুধবার (৩০ নভেম্বর) সকালে শুরু হওয়া দিনব্যাপী টেলিভিশন শিল্পী ও কলাকুশলী সমাবেশে অন্যরকমভাবে প্রতিবাদ জানিয়ে ঘুরে বেড়ানো লোকটার নাম ফরহাদ। তার দিকে এগিয়ে গিয়ে জানতে চাইলে নিজেকে ‘ভিলেন ফরহাদ’ নামে পরিচয় দিলেন তিনি। এর একটা কারণও আছে।

ভিলেন ফরহাদ কমেডি ও অ্যাকশনধর্মী ভিডিওতে অভিনয় করে থাকেন। ইউটিউবে শকুন চ্যানেলে তার ১০-১২টি ভিডিও রয়েছে। উৎপল সর্বজ্ঞ পরিচালিত ‘বৃদ্ধাশ্রম’ নামে একটি ছবির শুটিংও করেছেন গত ২২ নভেম্বর।

ভিলেন ফরহাদ জানালেন, শহীদ নূর হোসেনের মতো প্রতিবাদ জানানোর সুবাদে সমাবেশে অভিনেতা জাহিদ হাসান ও অভিনেত্রী বিপাশা হায়াতসহ অনেকের সাধুবাদ পেয়েছেন তিনি। ‘আমি খুব খুশি, আন্দোলন সফল হলে নিজেকে ধন্য মনে করবো। ’

টেলিভিশন সংশ্লিষ্ট কলাকুশলীদের ১৩টি সংগঠনের জোট সংগঠন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) আয়োজিত সমাবেশে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়েছে। এর মধ্যে শুরুতেই আছে দেশের বেসরকারি চ্যানেলে বাংলায় ডাবকৃত বিদেশি সিরিয়াল/অনুষ্ঠান প্রচার বন্ধ করতে হবে। ভিলেন ফরহাদ একাত্মতা জানিয়েছেন এই দাবির সঙ্গেই।

আরও পড়ুন>>>
* টেলিভিশন শিল্পী ও কলাকুশলী সমাবেশ শুরু

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।