ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিজয়ের ৪৫ বছর-লাল সবুজের মহোৎসব শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
বিজয়ের ৪৫ বছর-লাল সবুজের মহোৎসব শুরু (বাঁ থেকে) সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমিন, হাবিব ও হৃদয় খান; ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শুরু হলো ‘বিজয়ের ৪৫ বছর-লাল সবুজের মহোৎসব’। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১৬ দিনের এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন দেশের বিভিন্ন প্রজন্মের নবীন-প্রবীণ সংগীতশিল্পীরা।

শুরু হলো ‘বিজয়ের ৪৫ বছর-লাল সবুজের মহোৎসব’। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১৬ দিনের এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন দেশের বিভিন্ন প্রজন্মের নবীন-প্রবীণ সংগীতশিল্পীরা।

সাবিনা ইয়াসমিন গেয়েছেন ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’। হাবিব পরিবেশন করেন ‘এই তো প্রেম’ ছবির ‘হৃদয়ে আমার বাংলাদেশ’। হৃদয় খান গেয়ে শোনান তার নতুন গান ‘আমার আছে বায়ান্ন, আমার আছে একাত্তর’। এ ছাড়াও একক কণ্ঠে গেয়েছেন সৈয়দ আব্দুল হাদী ও কৌশিক হোসেন তাপস।

দ্বিজেন্দ্রলাল রায়ের গান ‘ধনধান্য পুষ্প ভরা’ সমবেত কণ্ঠে পরিবেশন করেন বাপ্পা মজুমদার, রুমানা ইসলাম, শফিক তুহিন, কিশোর দাস, পুলক প্রমুখ। সম্মিলিত কণ্ঠে পরিবেশিত হয় ‘ও আলোর পথযাত্রী’, ‘নোঙর তোলো তোলো’, ‘কারার ওই লৌহ কপাট’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানগুলো।

এসব পরিবেশনায় অংশ নেন ফকির আলমগীর, তিমির নন্দী, ফাতেমা-তুজ-জোহরা, অদিতি মহসীন, ইয়াসমিন মুশতারী, বুলবুল মহলানবীশ, রফিকুল আলম, ইয়াকুব আলী খান, সুজিত মুস্তাফা, তানজিব, শামীম, প্রত্যয় খান প্রমুখসহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীরা।

গানের আগে আলোর বিচ্ছূরণের মাধ্যমে প্রতীকীভাবে দেশের ক্রমবর্ধমান অগ্রগতির চিত্র তুলে ধরা হয়। তারপর জাতির জনক বঙ্গবন্ধুর সপরিবারে নিহত হওয়ার প্রেক্ষাপটে নির্মিত ভিডিওচিত্র ‘ইউ উইল অলওয়েজ রিমেইন’ দেখানো হয়।

বিজয়ের ৪৫ বছর পূর্তি উপলক্ষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ উৎসব আয়োজন করেছে ওয়ান মোর জিরো কমিউনিকেশনস। এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস বলেন, ‘বাঙালি হিসেবে আমরা গর্বিত জাতি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের এই আয়োজন। মহোৎসবের মাধ্যমে আমরা বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রেখে লাল-সবুজ পতাকাকে সমুন্নত করতে ভূমিকা রাখতে চাই। ’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজির আহমেদ। শুরুতে ছিলো তাদের বক্তব্য ও উদ্বোধনী ঘোষণা।

ওয়ান মোর জিরো কমিউনিকেশন্সের প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসেন রাজা, চেয়ারপারসন ফারজানা মুন্নী, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর এবং আলিফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আজিমুল ইসলামও বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন মুনমুন ও আলিফ।

উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার (২ ডিসেম্বর) ঢাকার সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রাচ্যনাট পরিবেশন করে তাদের মঞ্চনাটক। নির্দেশনায় আজাদ আবুল কালাম। আগামী ১৬ ডিসেম্বর বিকেল চারটা থেকে মেগা কনসার্টের মধ্য দিয়ে উৎসব শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।