ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

আইয়ুব বাচ্চুর অনুরোধ

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
আইয়ুব বাচ্চুর অনুরোধ আইয়ুব বাচ্চু, ছবি: রাজীন চৌধুরী-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দেশের জনপ্রিয় ও নতুন ব্যান্ডগুলোকে নিয়ে অনুষ্ঠান আয়োজনের জন্য আহ্বান জানিয়েছেন এলআরবির দলনেতা আইয়ুব বাচ্চু। দেশের বড়-ছোট সব ব্যান্ডের জন্য কনসার্ট আয়োজকদের এগিয়ে আসার অনুরোধ করেছেন তিনি।

দেশের জনপ্রিয় ও নতুন ব্যান্ডগুলোকে নিয়ে অনুষ্ঠান আয়োজনের জন্য আহ্বান জানিয়েছেন এলআরবির দলনেতা আইয়ুব বাচ্চু। দেশের বড়-ছোট সব ব্যান্ডের জন্য কনসার্ট আয়োজকদের এগিয়ে আসার অনুরোধ করেছেন তিনি।

এলআরবির ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী কনসার্টকে সামনে রেখে বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে ঢাকার গুলশানে মোবাইল প্রতিষ্ঠান রবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আইয়ুব বাচ্চু আরও বলেন, ‘সব ব্যান্ডের জন্য যেন কনসার্ট আয়োজক কিংবা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলো যেন এমন পদক্ষেপ নেয় এই অনুরোধ রইলো। বহুজাতিক প্রতিষ্ঠাগুলোকেও বলি- দেশীয় সংগীতশিল্পীদের দিকে নজর দিন, সহযোগিতার হাত বাড়ান। গানের মানুষদের আসলে পাওয়ার কিছু নেই ভালোবাসা ছাড়া। সংগীতশিল্পীরা বাঁচে তার আপন শক্তিতে। তাদেরকে বাঁচিয়ে রাখেন শ্রোতারা। ’

নিজের গড়া রক ব্যান্ড এলআরবির রজতজয়ন্তী প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেছেন, ‘২৫ বছর অনেক লম্বা সময়। এ দীর্ঘ সময়ে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। কিছু কিছু ব্যাপারে অভিমানও ছিলো। কিন্তু সেগুলো চেপে গিয়ে গান করেছি। এর একটাই কারণ আমাদের গানপাগল মানুষ, যারা গান শোনেন এবং এলআরবিকে অনেক ভালোবাসেন। তাদের কথা ভেবেই অনেক ত্যাগ স্বীকার করেছি। জীবনের ২৫টি বছর পাওয়া না পাওয়ার মধ্য দিয়ে কেটেছে। অনেক ছাড় দিয়েছি। আগামীতেও দেবো। ’

যোগ করে এলআরবির কান্ডারি আরও বলেন, ‘একে তো ব্যান্ড মিউজিক। তার ওপর চার-পাঁচজনের একটা দল। এটাকে একত্র করে রাখা দলনেতার জন্য কী যে কষ্টের, কী যে দুঃখের, কী যে সুখের তা বলে শেষ করতে পারবো না। এলআরবিকে শুধু ব্যান্ড নয়, একটা পরিবার হিসেবেই দেখে এসেছি। এখানে যেন সবার বন্ধন সুদৃঢ় থাকে সেটা গানের জন্য, গানের প্রতি টান থেকে হোক আর শ্রোতাদের ভালোবাসার জন্য হোক, সবসময় চেষ্টা করেছি। ত্যাগ স্বীকার করেছি, এখনও করে যাচ্ছি এবং করে যাবো। ’

১৯৯১ সালে এলআরবি প্রতিষ্ঠা করেন আইয়ুব বাচ্চু। এরপর বেরিয়েছে তাদের দুটি যুগলসহ (ডাবল) ১১টি অ্যালবাম। স্মৃতি হাতড়ে আইয়ুব বাচ্চু বলেন, ‘আমরা যখন ‘মাধবী’ ও ‘হকার’-এর মতো গান করেছি, তখন সবাই আমাদের পাগল ভাবতো! এখন এই সময়ে এসে ভাবছি, কে পাগল ছিলো? আমরা নাকি ওইদিকে!’

আগামী ২০ ডিসেম্বর বিকেল পাঁচটা থেকে রাত দশটা অবধি ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরার নবরাত্রি মিলনায়তনে অনুষ্ঠিত হবে এলআরবির রজতজয়ন্তী কনসার্ট। এখানে টানা সাড়ে তিন ঘণ্টা সংগীত পরিবেশন করবে ব্যান্ডটি। কেমন হবে এ আয়োজন? আইয়ুব বাচ্চুর উত্তর, ‘এটা আমাদের সিক্রেট। তবে এটুকু বলতে পারি- দর্শক-শ্রোতারা মিলনায়তনে ঢুকলে মনে হবে একটা স্পেসশিপে চড়েছেন। এরপর তাদেরকে নিয়ে আমরা উড়াল দেবো আকাশে!’

এলআরবির জনপ্রিয় গানের তালিকায় আছে ‘চলো বদলে যাই’, ‘ঘুমন্ত শহরে’, ‘রূপালি গিটার’, ‘ঘুম ভাঙা শহরে’, ‘মাধবী’, ‘হকার’, ‘এখন অনেক রাত’, ‘হাসতে দেখো’ ইত্যাদি। দলটির বর্তমান লাইনআপ- আইয়ুব বাচ্চু (কণ্ঠ ও গিটার), স্বপন (বেজ), মাসুদ (লিড গিটার), রোমেল (ড্রামস) ও শামীম (ব্যবস্থাপক)।

আরও পড়ুন>>>
* ২০ ডিসেম্বর এলআরবির রজতজয়ন্তী কনসার্ট

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।