ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লিলি ইসলামের উত্তরায়ণের ‘চলার পথে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
লিলি ইসলামের উত্তরায়ণের ‘চলার পথে’ লিলি ইসলাম

রবীন্দ্রসংগীত চর্চার সংগঠন উত্তরায়ণের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে গীতি আলেখ্য ‘চলার পথে’। ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হবে শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায়।

রবীন্দ্রসংগীত চর্চার সংগঠন উত্তরায়ণের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে গীতি আলেখ্য ‘চলার পথে’। ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মূল মিলনায়তনে অনুষ্ঠানটি শুরু হবে শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টায়।

সংগঠনটির পরিচালক রবীন্দ্রসংগীত শিল্পী লিলি ইসলাম এই আয়োজন নিয়ে বললেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর ট্রেন, জাহাজ, নৌকা, পালকি কিংবা গরুর গাড়িতে চড়ে পথে যেতে যেতে অনেক গান রচনা করেছেন। এবারের অনুষ্ঠানে আমরা এমনই কিছু গান করবো। ’

‘চলার পথে’ অনুষ্ঠানে গান থাকছে ১৭টি। এগুলোতে কণ্ঠ দেবেন উত্তরায়ণের শিল্পীরা। রবীন্দ্ররচনা থেকে পাঠ করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও ডালিয়া আহমেদ।

যন্ত্রানুষঙ্গে থাকছেন কলকাতার বিপ্লব মন্ডল (তবলা), সুব্রত মুখোপাধ্যায় (কী-বোর্ড), সন্দীপন গাঙ্গুলী (বেহালা) ও সৌম্যজ্যোতি ঘোষ (বাঁশি) এবং ঢাকার নাজিমউদ্দিন রাজু (অক্টোপ্যাড)।

অনুষ্ঠানটির পরিকল্পনা, গবেষণা, গ্রন্থনা ও পরিচালনা করছেন লিলি ইসলাম। সহ-পরিচালনায় হিমাদ্রী শেখর। শিল্প নির্দেশনায় নাসিরুল হক খোকন। যন্ত্রানুষঙ্গ পরিচালনায় সুব্রত মুখোপাধ্যায়।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।