ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

৭৩ বছর বয়সে সন্তানের বাবা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
৭৩ বছর বয়সে সন্তানের বাবা! মিক জ্যাগার

বিখ্যাত ব্যান্ড রোলিং স্টোনসের গায়ক মিক জ্যাগার অষ্টমবারের মতো বাবা হলেন। গত ৮ ডিসেম্বর নিউইয়র্কে তার প্রেমিকা ব্যালে নৃত্যশিল্পী মেলানি হ্যামরিক এক ফুটফুটে পুত্রসন্তান জন্ম দিয়েছেন।  

বিখ্যাত ব্যান্ড রোলিং স্টোনসের গায়ক মিক জ্যাগার অষ্টমবারের মতো বাবা হলেন। গত ৮ ডিসেম্বর নিউইয়র্কে তার প্রেমিকা ব্যালে নৃত্যশিল্পী মেলানি হ্যামরিক এক ফুটফুটে পুত্রসন্তান জন্ম দিয়েছেন।

 

সন্তানের জন্মের সময় হাসপাতালেই ছিলেন ৭৩ বছর বয়সী সংগীতশিল্পী জ্যাগার। তার ব্যান্ডের প্রতিনিধি ফ্রান কার্টিস রয়টার্সকে জানান, মা ও ছেলে উভয়ে সুস্থ আছে।

মিক জ্যাগার এর আগে সাত সন্তানের বাবা হন। এ ছাড়া তার পাঁচ নাতি-নাতনি আছে। তাদের একজনের ঘরেও সন্তান হয়েছে ২০১৪ সালের মে মাসে।

জ্যাগার ও ২৯ বছর বয়সী হ্যামরিক দুই বছর ধরে প্রেম করছেন। তারা থাকছেন একই ছাদের নিচে। মিকের প্রাক্তন প্রেমিকারা হলেন ম্যারিয়ান ফেইথফুল (১৯৬৬-১৯৬৯), মার্শা হান্ট (১৯৬৯-১৯৭০), জেরি হল (১৯৭৭-১৯৯৯), লুসিয়ানা গিমেনেজ (১৯৯৯-২০০০), প্রয়াত লরেন স্কট (২০০১-২০১৪)। এ ছাড়া ১৯৭১ সালের ১২ মে বিয়াঙ্কা ডি মেসিয়াসকে বিয়ে করেছিলেন তিনি। ছয় বছর পর তাদের ছাড়াছাড়ি হয়।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।