ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

পারভেজ-সীমানার ঘরে নতুন অতিথি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
পারভেজ-সীমানার ঘরে নতুন অতিথি পারভেজ ও সীমানা

সন্তানের মুখ দেখলেন সংগীতশিল্পী পারভেজ ও অভিনেত্রী সীমানা। রোববার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে তাদের পুত্রসন্তানের জন্ম হয়।

সন্তানের মুখ দেখলেন সংগীতশিল্পী পারভেজ ও অভিনেত্রী সীমানা। রোববার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে তাদের পুত্রসন্তানের জন্ম হয়।

মা-ছেলে উভয়ে সুস্থ আছে। বাবা হওয়ার অনুভূতি জানিয়ে পারভেজ ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমাকে পিতৃত্বের সাধ দেওয়ার জন্য সীমানাকে ধন্যবাদ। কৃতজ্ঞ আমার পরিবার, ভাই-বন্ধু আর শুভাকাঙ্ক্ষীদের কাছে।

দীর্ঘদিন চুপিসারে প্রেমের পর দুই পরিবারের বিরোধিতার মুখে ২০১৪ সালে পালিয়ে বিয়ে করেন পারভেজ ও সীমানা। ২০১০ সালে জামালপুরের সরিষাবাড়ীতে ‘অতিমানব’ নামের একটি টেলিছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে তাদের পরিচয় হয়। পরে তা গড়ায় প্রেমে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।