ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

১৫ ডিসেম্বর ‘স্মাইল শো’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
১৫ ডিসেম্বর ‘স্মাইল শো’ খন্দকার ইসমাইল

আলো ঝলমলে মঞ্চে জমকালো পরিবেশনা আর ব্যতিক্রম আয়োজন নিয়ে সাজানো হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো’র এবারের পর্ব। উপস্থাপনা ও পরিচালনা করেছেন খন্দকার ইসমাইল।

আলো ঝলমলে মঞ্চে জমকালো পরিবেশনা আর ব্যতিক্রম আয়োজন নিয়ে সাজানো হয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো’র এবারের পর্ব। উপস্থাপনা ও পরিচালনা করেছেন খন্দকার ইসমাইল।

এখানে শাহ আব্দুল করিমের ‘বসন্ত বাতাসে’ গানটি পরিবেশন করেছেন আরফিন রুমি। ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত পালা গান পরিবেশন করেছে সাজেদ ফাতেমীর ব্যান্ড নকশীকাঁথা।

ডিসেম্বর এ শিশুদের ভর্তিযুদ্ধ, অগণিত নম্বর, ফেসবুক প্রশংসাপত্র, ফ্রি ওয়াইফাইসহ সমসাময়িক বিভিন্ন বিষয় হাস্যরসাত্মক নাটিকার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। কৌতুক পরিবেশনায় কায়েস খান ও আলমগীর।

গৌরবময় মহান বিজয় দিবস উপলক্ষে রয়েছে নৃত্য পরিবেশনা। বিদেশি প্রতিবেদনে থাকছে বিখ্যাত ডিজনি ওয়ার্ল্ডের ওপর প্রতিবেদন। আগামী ১৫ ডিসেম্বর রাত ১০টা ৫৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে ‘স্মাইল শো’।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।