ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বড়দিনে ঢাকায় হিপ-হপ ফেস্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
বড়দিনে ঢাকায় হিপ-হপ ফেস্ট ছবি: সুমন শেখ, বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগামী ২৫ ডিসেম্বর বড়দিনের রাতে হোটেল মেরিডিয়ানে আয়োজিত হচ্ছে বিডি হিপ-হপ ফেস্ট। এ কবির আর গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান রঁন্দেভু প্রাইভেট লিমিটেড দ্বিতীয়বারের মত এ শো’র আয়োজন করছে।

ঢাকা: আগামী ২৫ ডিসেম্বর বড়দিনের রাতে হোটেল মেরিডিয়ানে আয়োজিত হচ্ছে বিডি হিপ-হপ ফেস্ট। এ কবির আর গ্রুপের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান রঁন্দেভু প্রাইভেট লিমিটেড দ্বিতীয়বারের মত এ শো’র আয়োজন করছে।

এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজক ও শিল্পীরা সেখানে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে এ ধরনের ফেস্ট বাংলাদেশি তরুণদের অনুপ্রেরণা যোগাবে।

বাংলাদেশ কোন ক্ষেত্রেই পিছিয়ে নেই তার একটি নজির আমরা সৃষ্টি করতে চলেছি। আমরা বিশ্বকে টক্কর দিতে প্রস্তুত।

বড় দিনের সন্ধ্যা ৬টায় টিকিট কেটেই এ শো দেখতে হবে। তবে আয়োজকরা সংবাদ সম্মেলনে টিকিটে মূল্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে বলেন, এটি ২০ ডিসেম্বর জানানো হবে। আয়োজন চলবে মধ্য রাত পর্যন্ত মেরিডিয়ান এর ইনফিনিটি রুফটপে। অায়োজনে থাকছে, বি-বয় ড্যান্স,  বিট বক্সিং, হিপ-হপ ফ্যাশান শো, ফায়ার স্পিনিং।

বক্তারা বলেন, গত বছরের বিপুল জনপ্রিয়তা ও সাফল্য আমাদের অনুপ্রাণিত করেছে এ বছরে একটু বড় পরিসরে ও ভিন্ন আঙ্গিকে এ আয়োজনের।

আয়োজনের মিডিয়া পার্টনার বাংলানিউজটোয়েন্টিফোর.কম ছাড়াও রয়েছে  বেশ কয়েকটি গণমাধ্যম।

সংবাদ সম্মেলনে আয়োজকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন আশিনুল কবির রাজন, মোহাম্মদ জাহিদ, এমএম কামাল পাশা, বিশাল করিম।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
কেজেড/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।