ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রণবীর-ক্যাটরিনার রোমাঞ্চকর যাত্রা (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
রণবীর-ক্যাটরিনার রোমাঞ্চকর যাত্রা (ভিডিও) ‘জাগ্গা জাসুস’ ছবির প্রথম ট্রেলার

দীর্ঘ প্রতীক্ষার পর, অবশেষে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ জুটির নতুন ছবি ‘জাগ্গা জাসুস’-এর একঝলক পাওয়া গেলো দর্শকরা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) ট্রেলারটি এসেছে ডিজনির ইউটিউব চ্যানেলে।

দীর্ঘ প্রতীক্ষার পর, অবশেষে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ জুটির নতুন ছবি ‘জাগ্গা জাসুস’-এর একঝলক পাওয়া গেলো দর্শকরা। মঙ্গলবার (২০ ডিসেম্বর) ট্রেলারটি এসেছে ডিজনির ইউটিউব চ্যানেলে।

অনুরাগ বসু পরিচালিত ছবিটিতে রোমাঞ্চকর এক যাত্রায় শামিল হতে দেখা যাবে রণবীর-ক্যাটকে। ট্রেলারে দেখানো হয়েছে জাগ্গা জাসুসের জীবনের পাগলামির কিছু চিত্র।

আছে উটপাখি, চিতাবাঘ ও জেব্রাসহ একগাদা পশু। ময়লা সড়কে গাড়ি নিয়ে ধাওয়া, প্যারাস্যুট, উড়োজাহাজ এবং বিস্ফোরণসহ অ্যাকশন দৃশ্যও রয়েছে।

‘জাগ্গা জাসুস’ ছবির পোস্টার।  এ ছবির মধ্য দিয়ে প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন রণবীর। ‘বরফি!’র পর আবার অনুরাগ বসুর পরিচালনায় কাজ করলেন তিনি। ওই ছবির চিত্রায়ন হয়েছিলো যেখানে, সেই দার্জিলিংয়ে ‘জাগ্গা জাসুস’-এর বেশিরভাগ কাজ করেছেন তারা। এ ছাড়া মরক্কো ও দক্ষিণ আফ্রিকার কেপটাউনেও গিয়েছিলো এই ইউনিট। ‘জাগ্গা জাসুস’ মুক্তি পাবে ২০১৭ সালের ৭ এপ্রিল।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।