ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মিসেস সান্তাক্লজ সেজে অসুস্থ শিশুদের কাছে কেটি পেরি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
মিসেস সান্তাক্লজ সেজে অসুস্থ শিশুদের কাছে কেটি পেরি মিসেস সান্তাক্লজ সেজে অসুস্থ শিশুদের কাছে কেটি পেরি

মিসেস সান্তাক্লজের সাজে শিশুদের মুখে হাসি ফোটালেন মার্কিন পপতারকা কেটি পেরি। বড়দিনের উৎসবের প্রাক্কালে যুক্তরাষ্ট্রে চিলড্রেন’স হসপিটাল অব লস অ্যাঞ্জেলেসে অসুস্থতার বেড়াজালে বন্দি বেশকিছু শিশুর সামনে চাঁদের আলো হয়ে ধরা দিলেন ৩২ বছর বয়সী এই তারকা।

মিসেস সান্তাক্লজের সাজে শিশুদের মুখে হাসি ফোটালেন মার্কিন পপতারকা কেটি পেরি। বড়দিনের উৎসবের প্রাক্কালে যুক্তরাষ্ট্রে চিলড্রেন’স হসপিটাল অব লস অ্যাঞ্জেলেসে অসুস্থতার বেড়াজালে বন্দি বেশকিছু শিশুর সামনে চাঁদের আলো হয়ে ধরা দিলেন ৩২ বছর বয়সী এই তারকা।

মিসেস সান্তাক্লজ সেজে অসুস্থ শিশুদের কাছে কেটি পেরি
 
কেটির সঙ্গে হাসপাতালে সান্তাক্লজের সাজে গিয়েছিলেন তার কথিত প্রেমিক অরল্যান্ডো ব্লুম। দু’জনে মিলে শিশুদেরকে নিয়ে বড়দিনের গান গেয়ে আনন্দ করেছেন। দিয়েছেন উপহারও। এর মধ্যে সেদিন ছিলো এক অসুস্থ শিশুর জন্মদিন। তাই চমকে গেছে সে।
 
মিসেস সান্তাক্লজ সেজে অসুস্থ শিশুদের কাছে কেটি পেরিহাসপাতালের একজন মুখপাত্র সংবাদ সংস্থা বিবিসিকে জানান, পরিবারের মতো গান গেয়ে, উপহার দিয়ে ও ছবি তুলে শিশুদেরকে আনন্দ দিয়েছেন কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম। এ ছাড়া মারাত্মক অসুস্থতার মধ্যে দিন কাটানো কয়েকজন রোগীর আলাদা আলাদা কক্ষও ঘুরে দেখেছেন তারা। এর মধ্যে ছিলো কেটির এক অন্ধভক্ত। তাকে চমকে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। ‘হ্যাপি বার্থডে’ বলেছেন ব্লুমও।
 
বাংলাদেশ সময় : ০১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।