ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

১০ দিনের জন্য এফটিপিওর অবস্থান কর্মসূচি স্থগিত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
১০ দিনের জন্য এফটিপিওর অবস্থান কর্মসূচি স্থগিত এফটিপিও লোগো-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টিভি সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের জোট সংগঠন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) ২৮ ডিসেম্বর এসএ টিভি ও ২৯ ডিসেম্বর মাছরাঙা টেলিভিশনের সামনে অবস্থান কর্মসূচি করবে বলে ঘোষণা দিয়েছিলো।

টিভি সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের জোট সংগঠন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) ২৮ ডিসেম্বর এসএ টিভি ও ২৯ ডিসেম্বর মাছরাঙা টেলিভিশনের সামনে অবস্থান কর্মসূচি করবে বলে ঘোষণা দিয়েছিলো।

তবে মঙ্গলবার সংগঠনটির আহ্বায়ক মামুনুর রশীদ জানান, ১০ দিনের জন্য এ দুটি অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে।

সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের আশ্বাসের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

এফটিপিও’র সদস্য সচিব গাজী রাকায়েত জানান, ১০ দিন পর তারা পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবেন। তবে সরকারি হস্তক্ষেপে আশানুরূপ কিছু ঘটবে বলে মনে করছেন তারা।

এর আগে দীপ্ত টিভি ও একুশে টিভি কার্যালয়ের সামনে ডাবিংকৃত বিদেশি ধারাবাহিক বন্ধের দাবি নিয়ে অবস্থান কর্মসূচি করেছে এফটিপিও।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।