ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

টুইটারে ব্রিটনির মৃত্যুর ধাপ্পাবাজি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
টুইটারে ব্রিটনির মৃত্যুর ধাপ্পাবাজি! ব্রিটনি স্পিয়ার্স (ছবি: সংগৃহীত)

পপতারকা ব্রিটনি স্পিয়ার্সের কাছে দুঃখ প্রকাশ করলো বিনোদনমূলক প্রতিষ্ঠান সনি মিউজিক। প্রতিষ্ঠানটির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে মার্কিন এই গায়িকার মৃত্যুর খবর টুইট করা হয়।

পপতারকা ব্রিটনি স্পিয়ার্সের কাছে দুঃখ প্রকাশ করলো বিনোদনমূলক প্রতিষ্ঠান সনি মিউজিক। প্রতিষ্ঠানটির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে মার্কিন এই গায়িকার মৃত্যুর খবর টুইট করা হয়।

তবে এটি মুছে ফেলতে খুব একটা দেরি করেননি সংশ্লিষ্টরা।

টুইটারে সনি মিউজিক জানিয়েছে, এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমটিতে তাদের বৈশ্বিক অ্যাকাউন্টের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ব্রিটনি ও তার ভক্তদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ার কারণে তারা ক্ষমাপ্রার্থী বলেও উল্লেখ করেছে।

মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় ব্রিটনি নিজে সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে তার ব্যবস্থাপক টুইটারে নিশ্চিত করেছেন, ৩৫ বছর বয়সী এই তারকা সুস্থ ও ভালো আছেন। খবর বিবিসির।

টুইটারে ব্রিটনির মৃত্যুর ধাপ্পাবাজিব্রিটনি মৃত্যুর ধাপ্পাবাজি ছড়ানোর দায় স্বীকার করেছে সাইবার হ্যাকিং দল আওয়ার মাইন। একই চক্র কিছুদিন আগে মার্ভেল এন্টারটেইনমেন্ট ও নেটফ্লিক্স ইউএস-এর টুইটার অ্যাকাউন্টগুলো হ্যাক করেছিলো। ফেসবুকের মার্ক জাকারবার্গ ও গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইয়ের টুইটার অ্যাকাউন্টেরও বারোটা বাজানোর চেষ্টা করেছে হ্যাকার দলটি।

বাংলাদেশ সময়: ০২৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
জেএইচ/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।