ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

বলিউড স্টাইলে নাচলেন জ্যাকি চ্যান (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
বলিউড স্টাইলে নাচলেন জ্যাকি চ্যান (ভিডিও) ‘কুংফু ইয়োগা’ ছবির গানের ভিডিও

জ্যাকি চ্যানের অ্যাকশন-কমেডি ধাঁচের ছবি ‘কুংফু ইয়োগা’র অফিসিয়াল ভিডিও উন্মুক্ত হলো ইউটিউবে। চমকপ্রদ ব্যাপার হলো, এতে ‘ড্রাগন ব্লেড’ তারকাকে বলিউড স্টাইলে নাচতে দেখা যাচ্ছে।

এর আগে এভাবে কখনও পাওয়া যায়নি জ্যাকি চ্যানকে। গত ২৮ ডিসেম্বর প্রকাশিত ভিডিওটিতে সর্ষে রঙা কুর্তা-পায়জামা পরে নেচেছেন হংকংয়ের এই ৬০ বছর বয়সী তারকা।

তার সঙ্গে তাল মিলিয়েছে একঝাঁক শিশু।

গানটির নৃত্য পরিচালনা করেছেন ফারাহ খান। তিনি এনডিটিভিকে বলেছেন, ‘সেটে এসে নবীনদের মতোই মনোযোগী হয়ে ওঠেন জ্যাকি চ্যান। একদিন দেখলাম ভোর সাড়ে ছয়টায় এসে হাজির তিনি! আমরা সাধারণত সময়মতো সেটে এসে অভ্যস্ত নই। ’

স্ট্যানলি টঙ পরিচালিত ছবিটিতে বলিউড তারকা সনু সুদ, দিশা পাটানি, আমিরা দাস্তুরকে দেখা যাবে। ট্রেলারে তাদের একঝলক উপস্থিতি আছে। এর চিত্রায়ন হয়েছে আইসল্যান্ড ও ভারতের জয়পুরে।

ছবিটিতে জ্যাকি চ্যানকে দেখা যাবে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপকের ভূমিকায়। দিশার চরিত্রটি ইতিহাসের ছাত্রীর। দু’জনে মিলে তিব্বতে গুপ্ত ধনদৌলত আবিষ্কারের অভিযানে নামেন।

চীনের প্রেসিডেন্ট শি জিংপিং ভারত সফরের সময় দুই দেশের মধ্যে যৌথ প্রযোজনায় তিনটি ছবি তৈরির চুক্তির অংশ হিসেবে নির্মিত হয়েছে ‘কুংফু ইয়োগা’। আগামী ২৮ জানুয়ারি চীনে মুক্তি পাবে এটি।

* দেখুন ‘কুংফু ইয়োগা’ ছবির ট্রেলার:

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।