১২ জানুয়ারি বিকেল সাড়ে ৫টায় উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অতিথি থাকবেন আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার, নাট্যজন আতাউর রহমান, নাট্যনির্দেশক নাসির উদ্দিন ইউসুফ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও ফরাসী দূতাবাসের সংস্কৃতি বিষয়ক উপ প্রধান জ্যঁ পিয়ের পঁসে।
উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চস্থ হবে সব্যসাচী দেবের অনুবাদে অসীম দাশের নির্দেশনায় আলব্যের ক্যামুর নাটক ‘ক্যালিগুলা’। পরদিন ১৩ জানুয়ারি বিকেল ৪টায় থাকছে ফ্রানজ কাফকার ‘মেটামরফোসিস’ অবলম্বনে বুদ্ধদেব ভট্টাচার্যের ‘পোকা’ ও শক্তি সেনগুপ্তের ‘বিকার’ নাট্যকল্পের আশ্রয়ে অসীম দাশের নির্দেশনায় নাটক ‘অমৃতের সন্ধানে’।
একই দিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে কার্লো গোলদোনির ‘দ্য সারভেন্ট অব টু মার্স্টাস’ অবলম্বনে অসীম দাশের অনুবাদ ও নির্দেশনায় নাটক ‘নওকর শয়তান মালিক হয়রান’। রাত ৯টায় সমাপনী আয়োজনে উপস্থিত থাকবেন নাট্যজন মামুনুর রশীদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের প্রেসিডিয়াম সদস্য ঝুনা চৌধুরী ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এসও