‘রিনা ব্রাউন’ ছবির দৃশ্যে মাহফুজ রিজভী ও প্রমা
‘ইতিহাস কন্যা’ ও ‘শিলালিপি’ নামে দুটি চলচ্চিত্র নির্মাণ করে প্র্রশংসিত হয়েছেন শামীম আখতার। এবার তিনি আসছেন ‘রিনা ব্রাউন’ নিয়ে। এটি তৈরি হয়েছে সরকারি অনুদানে। আগামী ১৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি।
নির্মাতা শামীম আখতার জানান, আপাতত বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘রিনা ব্রাউন’। পরে হলের সংখ্যা বাড়তে পারে।
ছবিটির সহ প্রযোজনায় থাকছে ইমপ্রেস টেলিফিল্মস। পরিবেশনায় জাজ মাল্টিমিডিয়া।
‘রিনা ব্রাউন’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন প্রমা পার্বণী। অন্যান্য চরিত্রে আছেন কলকাতার বরুণ চন্দ, মাহফুজ রিজভী, শম্পা রেজা, আতাউর রহমান প্রমুখ। ছবিটির শুটিং হয়েছে ঢাকা ও এর আশপাশের এলাকায়। নির্মাতা জানান, ছবিটির ধরণ পলিটিক্যাল রোমান্স।
বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
এসও
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।