ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সৈয়দ হকের তিন রচনা নিয়ে এক নাটক  

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
সৈয়দ হকের তিন রচনা নিয়ে এক নাটক   সৈয়দ শামসুল হক

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের তিনটি অমর রচনা হলো- কাব্যনাটক ‘নূরলদীনের সারাজীবন’ ও ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ এবং উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’। এরই মধে কাব্যনাট্য দুটি পৃথকভাবে মঞ্চরূপ পেয়েছে। এবার তিনটি রচনা নিয়ে তৈরি হলো একটি নাটক। এর নাম ‘বহ্নি বিসর্জন ব-দ্বীপ’। 

জানা যায়, সৈয়দ হকের তিনটি সৃষ্টিকর্মের সংশ্লেষ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ মঞ্চে আনছে নতুন এই পরিবেশনা। ১৮-২০ জানুয়ারি পর্যন্ত ৩দিনব্যাপী নাটমণ্ডল মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ করবে বিভাগের ৩য় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরা।

নাটকটি নির্দেশনা দিয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক আহমেদুল কবির।  

‘বহ্নি বিসর্জন ব-দ্বীপ’ নাটকের মহড়ার দৃশ্যনির্দেশক জানান, নাটকটির আখ্যান সংযোজনায় আছেন শাহমান মৈশান, অভিনয়ে ড.ইসরাফিল শাহীন ও সাইদুর রহমান লিপন, মঞ্চ-আলোক ও দ্রব্যসম্ভার পরিকল্পনায় আশিক রহমান লিয়ন।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।