সৌন্দর্য বাড়ানোর নানা রকম আয়োজন চলমান থাকলেও পোস্টার-ব্যানার-লিফলেটের কারনে এফডিসির পরিবেশ চোখে পড়ার মতো নয়। মূল ফটক দিয়ে ভেতরে ঢুকতেই এমন চিত্র নজরে আসে।
৩ ও ৪ নম্বর ফ্লোর ডানে রেখে বামে যাবার মোড়ের সীমানা দেয়ালে অনেকগুলো পোস্টার চোখে পড়লো। চলচ্চিত্রের পোস্টার ছাড়াও দেয়ালে দেয়ালে ঝুলছে বিভিন্ন সংগঠনের নির্বাচনী ইশতেহার। এর মধ্যে যত্রতত্র গাড়ি পার্কিং চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে।
এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয় সেজেছে নতুনরূপে। দেয়ালে নতুন রং এফডিসিতে যোগ করেছে নতুন মাত্রা। আঙিনাজুড়েও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। সবমিলিয়ে বোঝা যাচ্ছে ঢেলে সাজানো হচ্ছে প্রতিষ্ঠানটির কার্যালয়।
অন্যদিকে জসিম উদ্দিন ফ্লোর থেকে অশ্লীলতা বিরোধী টাস্কফোসর্ অফিস নেয়া হয়েছে নয় নম্বর ফ্লোরে।
বৃহস্পতিবার একটি মাত্র ছবির শুটিং চলছিলো কড়ইতলায়। দীর্ঘদিন পর শাকিব খান ছবির শুটিংয়ের জন্য এফডিসি এলেন। এদিন একাধিক ফ্লোরে ছিলো টিভি অনুষ্ঠানের শুটিং।
বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
এসও